নিজস্ব প্রতিবেদকঃ বিসিএল ওয়ানডের ফাইনালে উঠল পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চল। এদিকে দল ফাইনালে উঠলেও ১ রানের আক্ষেপে পুড়েছেন জাকির হাসান। বৃহস্পতিবার দক্ষিণাঞ্চলকে ৭ উইকেটে হারানো ম্যাচে ৯৯ রানে রানআউট হন পূর্বাঞ্চলের এ ব্যাটার।
কক্সবাজারে দলের জয়ের নায়ক জাকির। তিন ছক্কা ও ১১ চারে ১০৭ বলে তিনি খেলেছেন ৯৯ রানের ইনিংস। টসে হেরে ব্যাটিংয়ে নামা দক্ষিণাঞ্চল গুটিয়ে যায় ৪১.৩ ওভারে ২০৭ রানেই। দলের কেউই ইনিংস বড় করতে পারেননি। সর্বোচ্চ ৪৭ রান করেন ছয়ে নামা মোসাদ্দেক হোসেন।
পূর্বাঞ্চলের অফ স্পিনার নাঈম হাসান ৪ উইকেট নেন ৫৫ রানে, ২টি উইকেট নেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। রান তাড়ায় শুরুতেই উইকেট হারায় পূর্বাঞ্চল, পারভেজ হোসেনকে ফিরিয়ে দেন সুমন খান। এরপর জাকির ও মাহমুদুল হাসান জয়ের শতরানের জুটিতে এগিয়ে যায় পূর্বাঞ্চল।
৫৪ রান করে আউট হন মাহমুদুল। জয়ের জন্য যখন ৩ রান দরকার, জাকির তখনই হন রানআউট। ১০৭ বলের ইনিংসে ১১টি চারের সঙ্গে তিনি মারেন ৩টি ছক্কা। ১১ ওভার বাকি থাকতেই জয় নিশ্চিত হয় তাদের। এ জয়ে তালিকার শীর্ষে থেকেই ফাইনালে গেল পূর্বাঞ্চল। অন্যদিকে ৩টি ম্যাচই হারল দক্ষিণাঞ্চল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post