স্পোর্টস ডেস্কঃ জিরোনার কাছে ৪-২ গোলে বিধ্বস্ত হয়ে লা লিগার শিরোপার দৌড় থেকে পুরোপুরি ছিটকে গেল রিয়াল মাদ্রিদ। চলতি আসরে ৩১ ম্যাচে ষষ্ঠ হারের তেতো স্বাদ পাওয়া রিয়াল ৬৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৭৬ পয়েন্ট নিয়ে চূড়ায় বার্সেলোনা।
মঙ্গলবার রাতে জিরোনার ২৪ বছর বয়সী আর্জেন্টাইন ফরোয়ার্ড ভালেন্তিন কাস্তেইয়ানোস একাই রিয়ালের জালে করেন চার গোল। হারের পর রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি ক্ষুব্ধ তার দলকে ঐক্যবদ্ধ প্রচেষ্টা করতে না দেখে। ম্যাচ শেষে আনচেলত্তি বলেন, ‘ম্যাচে ফেরার চেষ্টায় আমরা লড়াই করেছি ব্যক্তিগতভাবে, দল হিসেবে খেলতে পারিনি।’
আনচেলত্তি আরো বলেন, ‘মনে হয়নি আজকে কোনো দল খেলেছে। ব্যক্তিগত পারফরম্যান্সও স্বাভাবিকের চেয়ে নিচে ছিল। সব মিলিয়ে গোটা পারফরম্যান্সই ছিল নিম্নমানের। পরাজয় মেনে নেওয়া কখনোই সহজ নয়। এটিও ব্যতিক্রম নয়। এই হার মেনে নেওয়া কঠিন, তবে ব্যাখ্যা করা সহজ।’
রক্ষণভাগের সমালোচনা করেছেন আনচেলত্তি, ‘রক্ষণের দিক থেকে বাজে একটি ম্যাচ ছিল এটি। ওদের পাল্টা আক্রমণের সামনে আমরা রক্ষণে যথেষ্ট ভালো ছিলাম না। এটিই হারের মূল কারণ। সবশেষ ৭ ম্যাচের ছয়টিতেই আমরা গোল হজম করিনি। আজকে আমাদের জালে চারটি গোল ঢুকেছে, কারণ রক্ষণে নিবেদনে ঘাটতি ছিল।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post