নিজস্ব প্রতিবেদকঃ স্বাধীনতা কাপে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। ফাইনালে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয় আর সব মিলিয়ে তৃতীয়বারের মতো শিরোপা জিতল কিংসরা। ম্যাচে দশ জনের দলে পরিণত হয়ে গোল হজম করে, সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে দারুণ জয় পেয়েছে রবিনসন-রাকিবরা। উত্তেজনায় ঠাসা ম্যাচটিতে ছিল লাল আর হলুদ কার্ডের ছড়াছড়ি।
গোপালগঞ্জের শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ধাক্কাধাক্কি, হাতাহাতি, ফুটবলীয় লড়াই, গোল করা, ফিরে আসা, লাল আর হলুদ কার্ডের ছড়াছড়ি সবই দেখা গেছে। সব মিলিয়ে রোমাঞ্চে বেশ জমে উঠেছিল ম্যাচটি। তবে দুই দলের প্রথমবারের মতো কোনো ফাইনালে দেখায় বিজয়ের হাসি হেসেছে বসুন্ধরা কিংসই।
ম্যাচের শুরুতেই আক্রমণ আর পাল্টা আক্রমণে জমে উঠে লড়াই। দুই দলই বেশ কিছু সুযোগ তৈরি করেছিল। তবে শেষ পর্যন্ত আর পারেনি গোল করতে। তাই প্রথমার্ধে গোলশূন্য অবস্থাতেই দুই দল মধ্যাহ্ন বিরতিতে যায়।
দ্বিতীয়ার্ধের শুরুতেই বড় ধাক্কা খায় কিংস শিবির। প্রতিপক্ষের ফারুক বাবুকে বাজেভাবে চ্যালেঞ্জ করায় ৪৮তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় রফিককে। এর মিনিট দুয়েক পরই মোহামেডান লিড নেয় ম্যাচে। ৫০তম মিনিটে গোল করে দলকে এগিয়ে নিয়ে যান ইম্যানুয়েল সানডে। কর্ণার কিক থেকে বল পেয়ে হেডে কিংসের জালে বল জড়ান মোহামেডানের এই বিদেশি।
তবে লিড নিয়ে খুব বেশি সময় ধরে রাখতে পারেনি মোহামেডান। মিনিটের মধ্যেই রাকিবের গোলের কল্যাণে ম্যাচে সমতায় ফিরে বসুন্ধরা কিংস। দলের বিদেশি তারকা রবসনের শট ফিরে আসলেও, ফিরতি শটে রাকিব জালে জড়িয়ে দেন বল। গোলের কল্যাণে দুই দলের জমে উঠে।
যদিও মোহামেডান সেভাবে আক্রমণ করতে পারেনি। প্রতিপক্ষের দশ জনের দলে পরিণত হওয়ার ফায়দা খুব একটা তুলে নিতে পারেনি টুর্নামেন্টের তিন বারের চ্যাম্পিয়নরা। তবে কিংসরা ঠিকই আক্রমণের ধার ধরে রাখে। শেষ পর্যন্ত ৮৬তম মিনিটে দলের জয়সূচক গোল করেন দোরিয়েলতন গোমেজ। ব্রাজিলিয়ান তারকা সতীর্থ মিগুয়েল ফেরেইরার কাছ থেকে বল পেয়ে দারুণ শটে মোহামেডানের জালে বল জড়ালে, উৎসবে মাতে কিংস শিবির।
শেষ দিকে আর কোনো গোল হয়নি। দুই দলের ফুটবলার, কর্তাদের মাঝে উত্তেজনা ছড়ায়। ধাক্কাধাক্কি আর হাতাহাতি থামাতে রেফারিকে বেশ বেগ পোহাতে হয়। এসময় কার্ডও দেখান তিনি। এর বাইরে পুরো ম্যাচেই অনেকগুলো হলুদ কার্ড দেখিয়েছেন। তবে গোলের খেলা ফুটবলে ২-১ ব্যবধানে জিতে বিজয়ের উৎসব করেছে বসুন্ধরা কিংস।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post