নিজস্ব প্রতিবেদক:: প্রত্যাশা মতো সাফল্য মিলছে না টেস্ট ক্রিকেটে। বাংলাদেশের সমর্থকদের মন ভরে না সাদা পোশাের লড়াইয়ে। মাঝে মধ্যে ঐতিহাসিক জয় আসলেও ধারাবাহিকতা নেই ক্রিকেটের অভিজাত ফরম্যাটে। ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে অবশ্য পরিস্কার ফেবারিট।
আয়ারল্যান্ড দল মাত্র তিনটি টেস্ট খেলেছে। ২০১৮ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়া দলটি ওই বছরই খেলে দুই টেস্ট। পরের বছর খেলে সবশেষ টেস্ট। তিন টেস্টের তিনটিতে হেরেছে তারা। রঙিন পোশাকের মতো সাদা পোশাকেও পরিস্কার ফেবারিট বাংলাদেশ দল।
একমাত্র টেস্টটিতে তাই বাংলাদেশ দাপুটে খেলেই জিততে চায়। অতিথিদের সাথে সবশেষ অনুষ্টিত হতে যাওয়া টি-২০ সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ দল অসহায় আত্মসম্পূর্ণ করেছে। বাংলাদেশ দলের নির্বাচক আব্দুর রাজ্জাক জানিয়েছেন, টেস্টে স্বাগতিকরা ‘ডমিনেট’ করে খেলতে চায়।
‘ডমিনেট; করে খেলতে চায় দল জানিয়ে আব্দুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, ‘আমি চাই খুব ভালোবাবে টেস্ট ম্যাচটা জিতুক। একটা সময় ছিল, প্রথমদিকে, আমাদের সাথে যখন খেলত (টেস্ট খেলুড়ে দেশ) সমানে ডমিনেট করে জিতত। আমরাও চাই সেইভাবে করতে (জিততে)। আমাদেরও ওই উন্নতিটা হচ্ছে। নতুনদের সঙ্গে আমাদের পার্থক্যটাও ওই রকম।’
আয়ারল্যাান্ডের ক্রিকেটাররা কউন্টিতে খেলে তাদেরকে নিয়ে ‘সতর্ক’ থাকতে হবে জানিয়ে রাজ্জাক বলেন, ‘ওদের প্রচুর ক্রিকেটার কিন্তুু কাউন্টি খেলে। তো ওদের ওভাবে দেখার মতো কিছু নেই। আমাদের সাথে ওয়ানডে বা টি-২০ সিরিজে বলেন দেখে যদি মনে হয় থাকে ওরা ভালো টিম না, তাহলে ভুল হচ্ছে। ওরা যা খেলছে, তার থেকে বেটার টিম। হয়তো এখানে কোনোও কারণে মানিয়ে নিতে পারেনি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post