স্পোর্টস ডেস্ক:: সময়টা ভালো যাচ্ছিলো না চেলসির। ‘কঠিন’ সময় পার করা চেলসি দারুণ এক জয় পেলো। নিশ্চিত করলো চ্যাম্পিয়ন্স লিগের শেষ আট। বরুসিয়া ডটমুন্ডকে ২-০ গোলে হারিয়েছে চেলসি। শেষ ষেলোর দুই লেগে ২-১ ব্যবধানে বরুশিয়াকে হারিয়ে কোয়ার্টারফাইনাল নিশ্চিত করলো দলটি।
হারলেই বিদায়, এমন সমীকরণের ম্যাচে নাটকীয় জয় পেয়েছে চেলসি। দারুণ এক ম্যাচে বরুশিয়াকে হারিয়েছে দলটি। শুরুতেই অবশ্য বিপাকে পড়ে বরুশিয়া। দলটির উইংগার হুলিয়ান বেনেডিত চোটে পড়ে মাঠ ছাড়েন। ম্যাচে দু’বার পেনাল্টি পেয়েছে চেলসি।
দুই দল শুরু থেকেই দারুণ খেলতে থাকে। আক্রমণ পাল্টা আক্রমণ ম্যাচও বেশ জমে উঠে। শুরুতে গোল পাচ্ছিলো না কোনো দলই। মিস করছিলো একাধিক সুযোগ। প্রথমার্ধের শেষ দিকে সুযোগ পায় চেলসি। রহিম স্টার্লিং সেই সুযোগও কাজে লাগান। ৪৩তম মিনিটে দারুণ এক শটে বরুশিয়া ডর্টমুন্ডের জালে বল পাঠান তিনি। ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় দলটি।
বিরতির পর খেলা শুরু হলে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠে বরুশিয়া। চেলসিও ব্যবধান বাড়ানোর চেষ্টা করে। পেনাল্টিতে সেই সুযোগও পেয়ে যায় তারা। বরুশিয়ার মারিয়ুস উলফে ডি বক্সের ভেতরেই বল হাত লাগিয়ে দেন। রেফারি সাথে সাথে পেনাল্টির সিদ্ধান্ত দেন। কাই হার্ভাটজ শট নিতে গিয়ে পোস্টে মারেন।
এখানেই ঘটে নাটকীয়তা। পেনাল্টি শট নেওয়ার আগে বরুশিয়ার খেলোয়াড়রা বক্সে চলে আসায় রেফারি আবারো পেনাল্টি মারার সিদ্ধান্ত দেন। তাতে প্রতিবাদ জানান বরুশিয়ার খেলোয়াড়রা। তবে রেফারি নিজের সিদ্ধান্তে অনড় থাকেন। এবার জালে বল পাঠান হাভার্টজ। প্রথমবারের মতোই গোলরক্ষক উল্টো দিকে পড়েন, হাভার্টজ এবার পোস্টে মারেননি। বল পাঠান জালে। ম্যাচের ৫৩তম মিনিটে চেলসি তাই এগিয়ে যায় ২-০ ব্যবধানে।
পিছিয়ে পড়া বরুশিয়া ম্যাচে ফিরতে আক্রমণও বাড়ায় বেশ। চেলসিও সমান তালে লড়ে। তবে ম্যাচের বাকী সময়ে গোলের দেখা পায়নি কোনো দল। শেষ পর্যন্ত দুই লেগ মিলিয়ে ২-১ গোলের জয়ে শেষ আট নিশ্চিত হয় চেলসির।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post