নিজস্ব প্রতিবেদকঃ সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছিল না। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে আবারও ফর্মে ফিরেছেন মুশফিকুর রহিম। শুরু থেকে শেষ্ পর্যন্ত সিরিজে ফর্মের ধারা ধরে রাখলেন এই অভিজ্ঞ ক্রিকেটার। যার ধারবাহিকতায় একমাত্র টেস্টেও দারুণ ব্যাটিং করেছেন।
প্রথম ইনিংসে ১২৬ রানের ইনিংস খেলেছেন মুশফিক নিজের দশম টেস্ট সেঞ্চুরির ইনিংসটি মুশফিক সাজিয়েছেন ১৫ বাউন্ডারি ও ১ ছক্কার মারে। তবে সেই ইনিংস বাংলাদেশকে বিপদ থেকে উদ্ধার করেছিল। সাকিব আল হাসানের সাথে ১৫৯ রানের, লিটন দাসের সাথে ৮৭ রানের দুটি জুটি বাংলাদেশকে বড় লিড এনে দিতে প্রধান ভূমিকা রাখে।
এরপর দ্বিতীয় ইনিংসেও ৫১ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন এই ডানহাতি ব্যাটার। টেস্ট ক্যারিয়ারে নিজের ২৬তম ফিফটির ইনিংসটি ৪৮ বলে ৭ বাউন্ডারিতে সাজান মুশফিক। একইসাথে মিস্টার ডিপেন্ডেবল আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ১৪ হাজার রানের মাইলফলকও স্পর্শ করেন।
সব মিলিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষেই একমাত্র টেস্টে দুর্দান্ত ছিলেন মুশফিক। যার ফলে জিতেছেন ম্যাচ সেরার পুরষ্কারও। মুশফিকের দারুণ দুটি ইনিংসের ম্যাচে বাংলাদেশ জিতেছে ৭ উইকেটের ব্যবধানে। নিজেদের ইতিহাসে এই প্রথম কোনো দলের সাথে প্রথম টেস্ট খেলেই জয়ের দেখা পেল বাংলাদেশ। এছাড়া এক বছরেরও বেশি সময় পর জিতলো টেস্টে, আর ঘরের মাঠে এটি তিন বছর পর জয়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post