নিজস্ব প্রতিবেদকঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরু হয়ে গেছে। তবে আসরের প্রথম ম্যাচেই দুঃসংবাদ পায় গুজরাট টাইটান্স। দলটির তারকা বিদেশি কেন উইলিয়ামসন ছিটকে গেছেন আসর থেকে। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে প্রথম ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে হাঁটুর চোটে পড়েছেন উইলিয়ামসন। চলতি আসরে তাই আর খেলা হচ্ছে না এই তারকার।
যার ফলে এবার উইলিয়ামসনের বদলি ক্রিকেটার নিয়েছে গুজরাট টাইটান্স। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা দলে ভিড়িয়েছেন দাসুন শানাকা। শ্রীলঙ্কার অধিনায়ককে ঢেরায় ভেড়ানোর খবর আইপিএল কর্তৃপক্ষের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
আইপিএলের নিলামে অবিক্রিত ছিলেন শানাকা। ৫০ লাখ রুপি ভিত্তিমূল্যে এই অলরাউন্ডারকে দলে নেয়নি কেউই। তবে আসর শুরুর পর ঠিকই দল পেয়ে গেলেন। এই প্রথম আইপিএল খেলার সুযোগ পাচ্ছেন শানাকা। বর্তমানে নিউজিল্যান্ড সফরে আছেন জাতীয় দলের ব্যস্ততা নিয়ে। সেই সিরিজ শেষ করেই দ্রুত যোগ দিবেন আইপিএলে।
সবশেষ চলতি বছরের জানুয়ারিতে ভারত সফরে দারুণ পারফম্যান্স উপহার দিয়েছিলেন শানাকা। টি-টোয়েন্টি সিরিজে ৩ ম্যাচে ১২৪ রান করেন। মিডল অর্ডারে নেমে ১৮৭ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। ওয়ানডে সিরিজেও সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। এবার সেই অভিজ্ঞতা কাজে লাগাবেন ৩১ বছর বয়সী ক্রিকেটার, তার অপেক্ষায় গুজরাট টাইটান্স।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post