নিজস্ব প্রতিবেদকঃ সিলেট টেস্টে দ্বিতীয় দিনের শুরুতে অলআউট হয়েছে বাংলাদেশ। বুধবার দিনের প্রথম বলেই আউট হয়ে যান শেষ ব্যাটার শরিফুল ইসলাম। আগের দিনে ৯ উইকেটে ৩১০ রান নিয়ে ব্যাট করতে নামা বাংলাদেশ থেমেছে এখানেই। নিউজিল্যান্ডের অধিনায়ক টিম সাউদির বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন শরিফুল।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংস থেমেছে ৩১০ রানে। শরিফুল ৩ চারে ১৩ রান করেছেন। টিম সাউদির করা লেংথ বলটি ফ্লিক করার চেষ্টায় ব্যর্থ হন তিনি। বলে প্যাডে লাগলে আবেদন করেন কিউই ক্রিকেটাররা। আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেয় সফরকারীরা। রিপ্লে দেখে আউটের সিদ্ধান্ত নেন থার্ড আম্পায়ার।
বাংলাদেশের পুঁজিটি হতে পারত আরও বড়। কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় সেটা হয়নি। ভালো শুরু পেয়েছেন সব ব্যাটারই। তাইজুল ইসলাম ছাড়া দুই অঙ্ক স্পর্শ করেছেন বাকিরা। কিন্তু ফিফটি পার করতে পেরেছেন কেবল মাহমুদুল হাসান জয়। ১১ চারে ১১১ বলে ৮৬ রান করেছেন এই ওপেনার। এটিই বাংলাদেশের ইনিংস সর্বোচ্চ।
দলীয় ৩৯ রানে বোল্ড হয়ে মাঠ ছাড়েন ওপেনার জাকির হাসান। এরপরে নাজমুল হোসেন শান্ত ও আরেক ওপেনার মাহমুদুল হাসান জয় হাল ধরার চেষ্টা করেন। ব্যক্তিগত ৩৭ রান করে আউট হন শান্ত। এরপরে মুমিনুল হক এসে জয়কে যোগ্য সঙ্গ দেওয়ার চেষ্টা করেন। জুটিতে ৮৮ রান হলে আউট হন মুমিনুল। তিনি ফেরেন ৩৭ রান করে।
মুমিনুল আউট হলে সেঞ্চুরির আশা দেখানো জয়ও আউট হন। তিনি ৮৬ রান করে ইশ সোধির বলে আউট হয়েছেন। তাতে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৮৪ রান। এরপরে চা বিরতি শুরু হয়। ফিরে এসে উইকেট হারানোর প্রতিযোগিতায় নামে বাংলাদেশ। ১২ রান করে মুশফিকুর রহিম, ২৪ রান করে অভিষিক্ত শাহাদাত হোসেন দিপু ও ২০ রান করে মেহেদী হাসান মিরাজ আউট হন।
৩ চারে ৫৪ বলে ২৪ রান করে ফিরেন অভিষিক্ত শাহাদাত হোসেন দিপু। নুরুল হাসান সোহান ২৮ বলে ৫ চারে করেন ২৯ রান। নিউজিল্যান্ডের হয়ে ৪ উইকেট নেন গ্লেন ফিলিপস। ২টি করে উইকেট নেন অ্যাজাজ পাটেল ও কাইল জেমিসন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post