নিজস্ব প্রতিবেদকঃ জরুরি পারিবারিক কারণে পাকিস্তান ম্যাচের পর কলকাতা থেকে ঢাকায় ফেরেন বাংলাদেশের ওপেনার লিটন দাস। দুই দিনের ছুটি শেষে আবার দিল্লিতে দলের সঙ্গে যোগ দিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। শুক্রবার দুপুরে টিম হোটেলে পৌঁছেছেন তিনি। এর আগে ঢাকা থেকে আজ সকালে দিল্লিতে রওয়ানা দেন লিটন।
বাংলাদেশ বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। দিল্লিতে আগামী ৬ নভেম্বর ম্যাচটি অনুষ্ঠিত হবে। ওই ম্যাচ খেলতে দিল্লি পৌছানো দল লা মেরিডিয়ান হোটেলে উঠেছে। ওই ম্যাচের আগে শুক্রবার দলের সঙ্গে অনুশীলনে যোগ দিলেন লিটন। তবে আজ অনুশীলন নেই টাইগারদের। তাই হোটেলেই অবস্থান করছেন ক্রিকেটাররা।
ব্যাট হাতে এবারের বিশ্বকাপে তেমন কিছুই করতে পারেননি লিটন। আসরে সাতটি ম্যাচ খেলে দুটি হাফ সেঞ্চুরিতে তার ব্যাট থেকে আসে মাত্র ২২৫ রান। এদিকে বিশ্বকাপ থেকে সবার আগে বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের। আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু করলেও এরপর টানা ছয়টি ম্যাচ হেরেছে সাকিব আল হাসানরা। লজ্জার হার দেখেছে বাছাই পর্ব পেরিয়ে আসা নেদারল্যান্ডসের বিপক্ষেও।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post