স্পোর্টস ডেস্ক:: মাহমুদউল্লাহ রিয়াদ আন্তর্জাতিক টি-২০ থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। দিল্লীতে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ভাবে অবসরের সিদ্ধান্ত জানিয়েছেন বাংলাদেশের এই তারকা ক্রিকেটার।
ভারতের বিপক্ষে সিরিজই রিয়াদের শেষ আন্তর্জাতিক টি-২০ সিরিজ। হায়দ্রাবাদে শেষ ম্যাচ খেলে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটকে গুডবাই জানাবেন সাইলেন্ড কিলার খ্যাত এই অভিজ্ঞ ক্রিকেটার।
৩৯ বছর ছুঁই ছুঁই এই তারকা টি-২০ ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এই ফরম্যাট থেকে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেন মাহমুদউল্লাহ রিয়াদ।
দ্বিতীয় টি-২০ ম্যাচের আগে অবসরের ঘোষণা দিলেও রিয়াদ সিরিজের শেষ ম্যাচটি খেলবেন। এরপরই নেবেন অবসর। আগামি ১২ অক্টোবর হায়দরাবাদে হবে এই ফরম্যাটে মাহমুদউল্লাহ রিয়াদের শেষ ম্যাচ। অবসরের সিদ্ধান্ত ইতিমধ্যে ক্রিকেট বোর্ডকে জানিয়েছেন রিয়াদ। বোর্ডের শীর্ষ কর্তাদের সঙ্গে কথা বলেছেন। এরপরই নিজের সিদ্ধান্ত চূড়ান্ত করে গণমাধ্যমের সামনে হাজির হন তিনি।
গোয়ালিয়রে প্রথম টি-২০ সিরিজ হারের পর সংবাদ সম্মেলনেও রিয়াদের অবসর নিয়ে প্রশ্ন উঠেছিলো। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়ে ছিলেন, বিষয়টি নিয়ে রিয়াদ বোর্ডের সঙ্গে কথা বলছেন। এবার সেই তথ্যের সত্যতা মিললো।দেশের ক্রিকেটের বহু জয়ের নায়ক ব্যাট-প্যাড তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
টেস্টের পর টি-২০ থেকে অবসর নিলেও মাহমুদউল্লাহ রিয়াদ ওয়ানডে খেলা আরো কিছু দিন চালিয়ে যাবেন। অনেকের ধারণা আগামি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত ওয়ানডে ফরম্যাটে খেলতে পারেন তিনি। এরপরই হয়তো চিরতরে ক্রিকেটকে বিদায় জানাবেন তিনি। সরে দাঁড়াবেন তিন ফরম্যাট থেকেই।
২০০৭ সালের সেপ্টেম্বরে নাইরোবিতে কেনিয়ার বিপক্ষে টি-২০ অভিষেক হয় মাহমুদউল্লাহর। বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৩৯টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। ১১৭.৭৪ স্ট্রাইক রেটে রান করেছেন ২৩৯৫, গড় ২৩.৪৮। টি-২০ ফরম্যাটে অধিনায়কত্বও করেছেন রিয়াত। ৪৩টি ম্যাচে নেতৃত্বও দিয়েছেন দলকে। অধিনায়ক হিসেবে জয় পেয়েছেন ১৬টি টি-২০ ম্যাচে, হার ২৬টিতে।
২০২১ সালের জুলাইয়ে বিদেশ সফরেই টেস্ট থেকে অবসরের ঘোষণা দেন মাহমুদউল্লাহ রিয়াদ। এবার ছাড়ছেন টি-২০ ফরম্যাটকেও।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০