কাইয়ুম আল রনি, দিল্লী থেকে:: পাকিস্তানের বিমানে চড়ার জন্য শেষ একটা প্রচেষ্টা চালাতে পারে বাংলাদেশ। দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে হারাতে হবে সাকিবদের। পাকিস্তানের ফ্লাইট ধরার শুরুটা করতে হবে দিল্লী থেকেই। এরপর পুনেতে অস্ট্রেলিয়াকে হারিয়েই তবে উঠতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির বিমানে।
শ্রীলঙ্কার বিপক্ষে জেতা যেতেও পারে। প্রতিপক্ষ শ্রীলঙ্কাও খুব একটা ভালো অবস্থানে নেই। সাত ম্যাচে দুই জয়ে টেবিলের সাত নম্বরে আছে লঙ্কানরা। তবে ভয়ঙ্কর হয়ে উঠা ওয়ার্নার, ম্যাক্সওয়েদের বিপক্ষে জেতাটা সহজ হবে না। দিল্লী জয় করলেও তাই পুনের আকাশেই আটকে যেতে পারে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির বিমান। তবে আপাতত দৃষ্টিতে যেটা মনে হচ্ছে দিল্লীতেই শেষ হয়ে যেতে পারে বাংলাদেশের আগামির চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন।
বিশ্বকাপে যেভাবে বিধ্বস্ত হচ্ছে বাংলাদেশ, একের পর এক হারে মানষিক ভাবে পিছিয়ে পড়া ক্রিকেটাররা যে জিততে পারবেন এই দুই ম্যাচ সেটার কোনো নিশ্চয়তাতো নেই, সম্ভাবনাও খুব একটা দেখছেন না বিশ্লেষকরা।
নেদারল্যান্ডসের বিপক্ষে কলকাতার হারের পরই বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি মিস অনেকটাই নিশ্চিত হয়ে গেছে। ম্যাচ শেষে মেহেদী হাসান মিরাজও জানিয়েছেন, তাদের খারাপ লাগছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে না পারার।
দশ দলের বিশ্বকাপে বাংলাদেশ এখনো পর্যন্ত নবম স্থানেই আছে। সাত ম্যাচ খেলা সাকিবেরা হেরেছেন টানা ছয় ম্যাচ। আফগানিস্তানের বিপক্ষে জিতে বিশ্বকাপ শুরু করলেও পরে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারত, সাউথ আফ্রিকা, নেদারল্যান্ডস ও পাকিস্তানের বিপক্ষে হেরেছে বাংলাদেশ দল।
সাকিবদের মতোই অভাগা জস বাটলাররাও। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদেরও চলছে শনির দশা। ছয় ম্যাচ খেলা দলটি জিতেছে মাত্র এক ম্যাচ। পয়েন্ট টেবিলে বাংলাদেশেরও পরে তাদের স্থান। সবশেষ দল ২০১৯ বিশ্বকাপ জেতা দলটি। সাকিব-লিটনদের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি মিস হচ্ছে জো রুট-বেন স্টোকসদেরও।
সেমিফাইনালের আশা নিয়ে ভারতে আসা বাংলাদেশ এখন নবম স্থানে। সমর্থকেরা স্বপ্ন দেখেন, আশা করেন অনেক কিছুই। অনিশ্চয়তার ক্রিকেটে ‘কঠিন’ হলেও প্রত্যাশাতো করা যেতেই পারেব, দিল্লী-পুনে জিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির বিমান ধরবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০
Discussion about this post