স্পোর্টস ডেস্কঃ এক বছরের বেশি সময় পর নিউজিল্যান্ড দলে ফিরেছেন কাইল জেমিসন। আগামী মাসে সংযুক্ত আরব আমিরাত ও ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে কিউইরা। আসন্ন দুই সিরিজের জন্য ইতোমধ্যেই স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে অবশ্য বেশ কয়েক শীর্ষ খেলোয়াড়কে দলে রাখেনি নিউজিল্যান্ড। ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, গ্লেন ফিলিপস, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল ও ইশ সোধি এ সময় ইংল্যান্ডে দ্য হান্ড্রেড টুর্নামেন্ট খেলবেন। এরপর যোগ দেবেন জাতীয় দলে।
আগামী ১৭, ১৯ ও ২০ আগস্ট দুবাইয়ে আরব আমিরাতের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে নিউজিল্যান্ড। ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি ডারহামে শুরু হবে ৩০ আগস্ট। এরপর ১, ৩ ও ৫ সেপ্টেম্বর পরের ম্যাচগুলো যথাক্রমে ম্যানচেস্টার, বার্মিংহাম ও নটিংহামে।
সংযুক্ত আরব আমিরাত ও ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের নিউ জিল্যান্ড দলে জায়গা পেয়েছেন জেমিসন। পিঠের অস্ত্রোপচারের পর এই দুই সফর দিয়েই মাঠে ফিরছেন ২৮ বছর বয়সী পেসার। ডানহাতি এই বোলার সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন গত বছরের জুনে।
গত বছরের জুনে ইংল্যান্ড সফরে পিঠে চোট পেয়ে এর পর থেকে মাঠের বাইরে জেমিসন। সর্বশেষ গত ফেব্রুয়ারিতে দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষেই ফেরার কথা থাকলেও চোট ফিরে আসায় অস্ত্রোপচারের ভেতর দিয়ে যেতে হয় তাঁকে। এরপর আরও লম্বা সময়ের জন্য ছিটকে যান তিনি।
নিউজিল্যান্ডের হেড কোচ গ্যারি স্টেড বলেছেন, ‘জেমিসন কঠোর পরিশ্রম করেছে, এ সফরের জন্য নিজেকে তৈরি করতে দারুণ উন্নতিও করেছে। কঠিন একটি বছরের পর এ সফরে তাকে দেখে আমরা আনন্দিত। আমরা সবাই তার বিশ্বমানের দক্ষতা সম্পর্কে জানি। আমি জানি সে দলে ফিরতে পেরে রোমাঞ্চিত।’
ইংল্যান্ড সিরিজে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দল: টিম সাউদি (অধিনায়ক), ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, টিম স্যান্টনার, টিম সেইফার্ট ও ইশ সোধি।
সংযুক্ত আরব আমিরাত সিরিজে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দল: টিম সাউদি (অধিনায়ক), আদি অশোক, চ্যাড বোয়েস, মার্ক চ্যাপম্যান, ডেন ক্লিভার, লকি ফার্গুসন, ডিন ফক্সক্রফ্ট, কাইল জেমিসন, কোল ম্যাককনচি, জিমি নিশাম, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, টিম সেইফার্ট, হেনরি শিপলি ও উইল ইয়াং।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post