স্পোর্টস ডেস্ক:: ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ এরিক টেন হাগ চাকরি হারাচ্ছেন এমন শঙ্কা ছিলো। প্রিমিয়ার লিগে প্রত্যাশা মতো দল পারফর্মনা করায় এই কোচকে চাকরি থেকে ছাটাইয়ের গুঞ্জন ছিলো।
তবে শেষ পর্যন্ত সেটি আর হয়নি। ২০২৬ সাল পর্যন্ত ম্যানইউ এরিক টেন হাগের সাথে চুক্তি নবায়ন করেছে। ডাচ কোচের সঙ্গে চুক্তি নবায়নের বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে নিশ্চিত করেছে ক্লাবটি। ২০১৩ সালে সর্বশেষ লিগ ট্রফি জেতা ইউনাইটেড টেন হাগের অধীনেও প্রিমিয়ার লিগে ভালো করতে পারেনি। ২০২২–২৩ মৌসুমে তৃতীয় হয়ে ছিলো। তবে সবশেষ মৌসুম শেষ করেছে অষ্টম স্থানে থেকে।
তবে দুই মৌসুমে টেন হাগ দু’টি ট্রফি জিতেছেন। এফএ কাপ জিতেছেন এই কোচ। ফলে আগামী মৌসুমের ইউরোপা লিগে খেলা নিশ্চিত করেছে ইউনাইটেড। এর আগে ডাচ কোচ দায়িত্ব নিয়ে প্রথম মৌসুমে লিগ কাপ জিতেছিলেন টেন হাগ।
দু’টি ট্রফি জেতায় চুক্তি নবায়ন করে ক্লাব। এনিয় এরিক টেন হাগ বলেন, ‘ক্লাবের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার সমঝোতায় পৌঁছাতে পেরে আমি খুবই আনন্দিত। গত দুই বছরের দিকে তাকালে দেখি, যে পরিস্থিতিতে আমি দায়িত্ব নিয়েছিলাম, সেখান থেকে উন্নতির অনেক দৃষ্টান্ত আছে, আছে দুটি ট্রফি জেতার গৌরব।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post