স্পোর্টস ডেস্ক:: পয়েন্ট টেবিলের তলানির দুই দল। আগের সাত ম্যাচে দু’দলই হেরেছে পাঁচটি করে ম্যাচ। দুর্বলদের এগিয়ে যাওয়ার লড়াইয়েও পারলো না ডেভিড ওয়ার্নারের দিল্লি ক্যাপিটালস। সানরাইজ হায়দ্রাবাদ ৯ রানের ব্যবধানে হারিয়েছে দিল্লি।
আইপিএলের পয়েন্ট টেবিলে দশ দলের মধ্যে আট নম্বরে আছে হায়দ্রাবাদ। আট ম্যাচের তিনটিতে জয়। দশে থাকা দিল্লির সমান ম্যাচে জয় মাত্র দু’টিতে।
আগে ব্যাট করা জোড়া হাফ সেঞ্চুরিতে ১৯৭ রান তুলেছিলো। জবাবে ব্যাট করতে নামা দিল্লিও জোড়া হাফ সেঞ্চুরি পেয়েছে। তবে জিততে পারেনি। তুলতে পেরেছে মাত্র ১৮৬ রান।
দিল্লির ঘরের মাঠে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় হায়দ্রাবাদ। অভিষেক শর্মা ও হেনরিক কালসেনের ফিফটিতে ৬ উইকেটে ১৯৭ রান তুলে দলটি। ইনিংস সর্বোচ্চ ৬৭ রান করেন অভিষেক। বার চার ও এক ছক্কায় সাজান ৩৬ বলের ইনিংসটি। দুই চার ও চার চক্কায় ২৭ বলে ৫৩ রান করে অপরাজিত থাকেন হেনরিক কালসেন। ২৮ রান করেছেন সামাদ।
দিল্লির হয়ে মিচেল মার্শ ৪টি উইকেট লাভ করেন।
১৯৮ রানের টার্গেটে ব্যাট করে নামা দিল্লিও জোড়া হাফ সেঞ্চুরিতে জিততে পারেনি। ৬ উইকেটে ১৮৬ রানে থামে দলটি। ইনিংস সর্বোচ্চ ৬৩ রান করেন মিচেল মার্শ। ৩৯ বলে এক চার ও ছয় ছক্কা হাঁকান তিনি। নয় চারে ৩৫ বলে ৫৯ রান করেছেন পিল সল্ট। ২৯ রানে অপরাজিত থেকেছেন অক্ষর প্যাটেল।
হায়দ্রাবাদের হয়ে মায়াঙ্ক ২টি উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post