নিজস্ব প্রতিবেদকঃ সিলেট টেস্টে চরম ব্যর্থ হয়েছে বাংলাদেশ দল। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ইনিংসেই ব্যাটিংয়ে ভুগেছে টাইগাররা। বিশেষ করে টপ অর্ডারে বাংলাদেশের ব্যাটাররা যাচ্ছেতাই পারফর্ম করেছেন। শুধুমাত্র বাংলাদেশ দলই নয়, শ্রীলঙ্কার ব্যাটিং অর্ডারেও সমস্যা হয়েছে। টপ অর্ডারে রান পাননি সফরকারী দলের ক্রিকেটাররাও। লোয়ার মিডল অর্ডারে লঙ্কানদের দুই ব্যাটার দাঁড়ালেও, বাংলাদেশের জন্য লোয়ার অর্ডারই ছিল ভরসা। দ্বিতীয় ইনিংসে মুমিনুল হক আগলে দাঁড়িয়েছিলেন কেবল উইকেট।
তবে দিন শেষে বড় হার দেখতে হয়েছে বাংলাদেশকে। ৩২৮ রানের সেই হারে নিজেদের ব্যর্থতাকেই দুষছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ম্যাচ শেষে জানিয়েছেন, দুই দলের টপ অর্ডারেই সমস্যা হয়েছে। তবে এই অজুহাত দেওয়াও ঠিক হবে না বলে মনে করেন। দলের ব্যর্থতার জন্য ব্যাটারদেরকেই দায়ী করছেন। এখন শিক্ষা নিয়ে সামনের ম্যাচে ভালো করার আশা ব্যক্ত করেছেন টাইগার দলপতি।
নাজমুল হোসেন শান্ত বলেন, ‘বড় রানের হোক আর ছোট রানের হোক, হার তো হারই। ব্যাটিং যদি দুই ইনিংসেই দেখি, টপ অর্ডার ভালো করেনি। শুধু আমরা যে সমস্যায় পড়েছি, এমন না। দুই দলেরই টপ অর্ডারে সমস্যা হয়েছে। এই অজুহাত দেওয়াও ঠিক হবে না। কীভাবে আরও ভালো করতে পারি এটা নিয়ে কাজ করা দরকার। আশা করছি সামনের ম্যাচ ভালো করব।’
শান্ত আরও বলেন, ‘প্রত্যেক ম্যাচেই অনেক কিছু শেখা যায়। কী ভুল ছিল, কী ঠিক ছিল। একটু ভালোভাবে চিন্তা করলে শেখার আছে। এই অভিজ্ঞতা ভবিষ্যতে কাজে দিবে।’
মুমিনুল হক সাপোর্ট পেলে, এই খেলা পাঁচ দিনে যেত বলে মনে করেন শান্ত। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘সৌরভ ভাই তার অভিজ্ঞতা দেখিয়েছে। খুবই ভালো ব্যাটিং করেছে। অন্য প্রান্ত থেকে সাপোর্ট পেলে হয়ত খেলা পাঁচদিনে যেতে পারত।’
Discussion about this post