নিজস্ব প্রতিবেদক:: বিপিএলের দুই দুর্বলের লড়াই। পয়েন্ট টেবিলের তলানির দুই দল মুখোমুখি হয়েছে। তাতেও ভাগ্য বদলালো না সিলেট স্ট্রাইকার্সের। খুলনা টাইগার্সের কাছে হেরেছে ৬ উইকেটের ব্যবধানে।
আরিফুল হকের দলকে হারিয়ে মেহেদী হাসান মিরাজের খুলনা টাইগার্স টেবিলের ছয় নম্বর থেকে উঠে গেছে চার নম্বরে। সিলেট-খুলনা ম্যাচ শুরুর আগে খুলনা ছিলো ছয় নম্বরে, সিলেট ছিলো সাত নম্বরে।
দুই দল মুখোমুখি হওয়ার আগে আটটি করে ম্যাচ খেলেছিলো। সেখানে সিলেটের জয় ছিলো মাত্র দু’টি। খুলনার তিনটি। ম্যাচ শেষে খুলনা নয় ম্যাচে চার জয়ে টেবিলের চারে উঠে গেছে। সিলেট নয় ম্যাচে সাত হারে টেবিল তলানির দল।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামা সিলেট ওপেনার রনি তালুকদারকে হারিয়ে ইনিংসের শুরুটা করে। দলীয় ১ রানেই ইনিংসের প্রথম ওভারে শুন্য রানে ফিরে যান এই ওপেনার। আরেক ওপেনার জর্জি মুনশে দ্বিতীয় উইকেটে জাকির হাসানকে নিয়ে গড়েন ৭৪ রানের জুটি। ৭.৪ ওভার পর্যন্ত ব্যাট করা এই জুটি স্কো বোর্ডে তুলে নেয় ৭৪ রান। মুনশের বিদায়ে ভাঙে দারুণ জুটিটি। ছয় চার ও চারটি ছক্কায় ৩২ বলে ৫৮ রান করেন এই ওপেনার।
দ্বিতীয় উইকেট জুটি ভাঙার পর থেকেই যাওয়া আসার মিছিল শুরু হয় সিলেটের। দুই ছয় ও চার চারে ৩২ বলে ৪৪ রান করা জাকিরের বিদায়ে সিলেটের লড়াই অনেকটা থেমে যায়। শেষ দিকে সুমন খানের ১২ রানের সুবাদে সিলেট নয় উইকেটে ১৫২ রানে থামে।
খুলনার হয়ে আবু হায়দার, হাসান মাহমুদ ও সালমান ২টি করে উইকেট লাভ করেন।
১৫৩ রানের টার্গেটে খেলতে নামা খুলনা টাইগার্সকে চ্যালেঞ্জ জানাতে পারেনি সিলেট। ইনিংস উদ্বোধন করতে নামা খূলনার অধিনায়ক মিরাজ একাই করে ফেলেন ৭০ রান। ৫০ বলের ইনিংসটি তিনি সাজিয়েছেন আট চার ও দুই ছক্কায়। উদ্বোধনী জুটিতে মিরাজ নাঈমকে নিয়ে ৬৫ রানের জুটি গড়েন। সপ্তম ওভারের শেষ বলে ১৭ বলে ২০ রান করা নাঈমের বিদায়ে ভাঙে সেই জুটি।
হাফ সেঞ্চুরিয়ান মিরাজ দলীয় ১০৬ রানে তৃতীয় উইকেটে প্যাভেলিয়নে ফেরেন। তার বিদায়ের পর অঙ্কন ফিরেন ১৩ বলে ১৭ রানে। আলেক্স রস ২০ ও ইলিয়াম বিস্টো ১৯ রানে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন।
সিলেটের হয়ে নিহাদুজ্জামান দু’টি উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০