স্পোর্টস ডেস্কঃ দুই বছর পর ইউএস ওপেনে ফেরার ম্যাচ জয়ে রাঙিয়েছেন নোভাক জোকোভিচ। বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামের প্রথম রাউন্ডে অনায়াস জয় পেয়েছেন সার্বিয়ান তারকা।
নিউইয়র্কে আজ ৬-০, ৬-২, ৬-৩ গেমে জেতেন জোকোভিচ। পুরুষ এককে রেকর্ড ২৩ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকা ফ্রান্সের আলেক্সান্ডার মুলেকে অনায়াসে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন।
ম্যাচ শেষে জোকোভিচ বলেন, ‘আমি খুব ভালো শুরু করেছিলাম। ম্যাচ অনেক দেরিতে শুরু হয়েছিল, কিন্তু আমি কোর্টে নামতেই রোমাঞ্চিত ছিলাম, এখানে আমার সবশেষ ম্যাচ খেলার দুই বছর হয়ে গেছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post