স্পোর্টস ডেস্কঃ দুই বছর পর আন্দ্রে রাসেলকে সংক্ষিপ্ত ফরম্যাটের উইন্ডিজ দলে ডাকা হয়েছে। শাই হোপকে সহ-অধিনায়ক করে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষণা করা হয়েছে ক্যারিবীয়ানদের স্কোয়াড। ইংল্যান্ডের বিপক্ষে স্বাগতিকদের অধিনায়ক হিসেবে আছেন রভমান পাওয়েল।
২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই প্রথম জাতীয় দলে ফিরেছেন অলরাউন্ডার রাসেল। আরেক তরুণ অলরাউন্ডার ম্যাথু ফর্ড প্রথমবার ডাক পেলেন টি-টোয়েন্টিতে। এদিকে ২০২০ সালের পর প্রথমবার দলে ফিরেছেন শেরফানে রাদারফোর্ড। জেসন হোল্ডার-নিকোলাস পুরানও ফিরেছেন টি-টোয়েন্টি দলে।
আগামী ১২ ডিসেম্বর ব্রিজটাউনে হবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। এরপর উইন্ডিজ-ইংল্যান্ড যথাক্রমে মুখোমুখি হবে ১৪, ১৬, ২০ ও ২২ ডিসেম্বর।
উইন্ডিজের টি-টোয়েন্টি স্কোয়াড: রভম্যান পাওয়েল (অধিনায়ক), শাই হোপ (সহ-অধিনায়ক), রসটন চেইজ, ম্যাথু ফর্ড, শিমরন হেটমায়ার, নিকোলাস পুরান, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্রেন্ডন কিং, কাইল মায়ার্স, গুদাকেশ মোতি, আন্দ্রে রাসেল, শার্পেন রাদারফোর্ড ও রোমারিও শেফার্ড।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post