স্পোর্টস ডেস্কঃ স্প্যানিশ কোপা দেল রে সেমিফাইনাল ফিরতি লেগে অ্যাথলেটিকো মাদ্রিদকে হারিয়ে ফাইনালে উঠল অ্যাথলেটিক বিলবাও। গতরাতে সান মামেসে দিয়েগো সিমিওনের অ্যাথলেটিকোকে ৩-০ গোলে হারানোর এই ম্যাচে গোল পেয়েছেন বিলবাওয়ের দুই ভাই ইনাকি উইলিয়ামস ও নিকো উইলিয়ামস।
দুই লেগ মিলিয়ে ৪-০ গোলের জয়ে গত পাঁচ বছরের মধ্যে তৃতীয়বারের মতো কোপা দেল রে ফাইনালে উঠল বিলবাও। সেভিয়ার লা কার্তুয়ায় আগামী ৬ এপ্রিল ফাইনালে মায়োর্কার মুখোমুখি হবে তারা। ফাইনালে ওঠার লড়াইয়ে ১৩ মিনিটে প্রতি আক্রমণ থেকে বক্সে ইনাকিকে ক্রস বাড়ান তাঁর ভাই নিকো। চোখধাঁধানো ভলিতে গোল করেন ইনাকি। এরপর ভাইয়ের এই ‘ঋণ’ ফিরিয়েও দিয়েছেন ইনাকি। তাঁর পাস থেকে ৪২ মিনিটে গোল করেন নিকো। ৬১ মিনিটে তৃতীয় গোলটি গোর্কা গুরুজেতার।
এর আগে গত জানুয়ারিতে কোয়ার্টার ফাইনালে বার্সেলোনাকে বিদায় করা ম্যাচেও বিলবাওয়ের দুই ভাই- ইনাকি ও নিকো গোল করেছিলেন। সেই ম্যাচটি ৪-২ গোলে জিতেছিল বিলবাও।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post