স্পোর্টস ডেস্কঃ অবশেষে বিপিএলে দল পেলেন বাংলাদেশের সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক। লম্বা বিরতির পর এবার রংপুর রাইডার্সের জার্সি গায়ে চাপিয়ে বিপিএলে ফিরছেন এই বাঁহাতি। গতকাল বুধবার (৭ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে ফ্র্যাঞ্চাইজি দলটি মুমিনুলকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করে।
মুমিনুল সর্বশেষ বিপিএল খেলেছেন ২০২১-২২ মৌসুমে, কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে। লম্বা বিরতির পর এবার বিপিএলে দেখা যাবে তাঁকে। দেশের ক্রিকেটে মুমিনুলের গায়ে সেঁটে গেছে টেস্টে স্পেশালিস্টের তকমা। জাতীয় দলে তিনি সাদা বলের ক্রিকেটের জন্য বিবেচিত হন না। ঘরোয়া ক্রিকেটের ৫০ ওভারের ঢাকা প্রিমিয়ার লিগ এলে তার সুযোগ মেলে সাদা বলের খেলায়।
২০ ওভারের ফরম্যাটের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএলে গত দুই বছর ড্রাফট থেকে কেউই মুমিনুলকে দলে টানেনি। এবারও ড্রাফটে ব্রাত্য ছিলেন। অবশেষে রংপুর ডাকল তাঁকে, চলতি আসরের মাঝপথে। এদিকে টেস্ট ব্যাটসম্যানের তকমা পেয়ে গেলেও মুমিনুলের টি-টোয়েন্টি ক্যারিয়ারটাও বেশ ভালোই বলা চলে। ঘরোয়া টি-টোয়েন্টিতে ১০৬ ইনিংস ব্যাট করে ২ হাজার ১৩৪ রান করেছেন। গড় প্রায় ২৪ এর কাছাকাছি। স্ট্রাইকরেট ১১৩.২৬। আন্তর্জাতিক ক্রিকেটে ৪ ইনিংস ব্যাট করেছেন ১২০ স্ট্রাইকরেটে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post