স্পোর্টস ডেস্কঃ এশিয়া কাপ স্টেজ-১ ওয়ার্ল্ড র্যাঙ্কিং আর্চারিতে দলগত বিভাগ থেকে রৌপ্য পদক জিতেছে বাংলাদেশ। রিকার্ভ পুরুষ দলগত ও মিশ্র দলগত বিভাগে স্বর্ণ জয়ের সুযোগ থাকলেও, সেটি হয়নি। ভারতের বিপক্ষে হেরে রৌপ্যতেই সন্তুষ্ট থাকতে হয়েছে। আর রিকার্ভ নারী দলগত বিভাগে স্বাগতিক ইরাককে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ।
ইরাকের বাগদাদে চলমান প্রতিযোগিতায় রোববার রিকার্ভ পুরুষ দলগত বিভাগে ভারতের বিপক্ষে ৬-২ সেট পয়েন্টে হেরেছেন বাংলাদেশের আব্দুর রহমান, সাগর ও হাকিম আহমেদ রুবেল। শুরুটা ভালোই করেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। দারুণ লড়াইয়ের পর ৫৫-৫৪ পয়েন্ট প্রথম সেটে জিতে বাংলাদেশ। তবে পরবর্তীতে টানা তিন সেটে ৫৫-৪৯, ৫৭-৫৩ ও ৫৬-৫৩ ব্যবধানে হারে দল।
রিকার্ভ নারী দলগত বিভাগে ব্রোঞ্জের লড়াইয়ে দিয়া সিদ্দিকী, সীমা আক্তার ও ফাহমিদা সুলতানা নিশাকে নিয়ে গড়া বাংলাদেশ দল ইরাককে ৬-০ সেট পয়েন্টে উড়িয়ে ব্রোঞ্জ পদক জিতেছে।
এদিকে রিকার্ভ মিশ্র দলগত বিভাগের ফাইনালে সাগর ও দিয়া সিদ্দিকীর জুটি অবশ্য লড়াই করতে পারেনি ভারতের সাথে। ৬-০ সেটে ধরাশায়ী হতে হয় তাদেরকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post