স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি আজ মাঠে নামছে পাকিস্তান নারী দল। সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর ২টায় শুরু হবে এই ম্যাচ। মূল সিরিজে নামার আগে এই প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান।
প্রস্তুতি ম্যাচ শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৫ অক্টোবর। ২৭, ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি। সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে চট্টগ্রামে।
এদিকে প্রস্তুতি ম্যাচে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে থাকা মুর্শিদা খাতুন, শরিফা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, নিশিতা আক্তার নিশি, ফারিহা ইসলাম তৃষ্ণা রয়েছেন। এছাড়া মূল দলে জায়গা হারানো লতা মণ্ডল, দিশা বিশ্বাসকেও নেওয়া হয়েছে এই ম্যাচে।
প্রস্তুতি ম্যাচের বাংলাদেশ স্কোয়াড- মুর্শিদা খাতুন, জুয়াইরিয়া ফেরদৌস জয়িতা, সুমাইয়া আক্তার, লতা মণ্ডল, শরিফা খাতুন, দিশা বিশ্বাস, নিশিতা আক্তার নিশি, সানজিদা আক্তার মেঘলা, ফারিহা ইসলাম তৃষ্ণা, আশরাফি ইয়াসমিন অর্থি, ফাহমিদা ছোঁয়া, আনিসা আক্তার সুবহা।
টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড- নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক ও উইকেটরক্ষক), নাহিদা আক্তার, শামিমা সুলতানা, মুরশিদা খাতুন, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, শরিফা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, নিশিতা আক্তার নিশি, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা ও সাথী রানি।
বাংলাদেশ সফরে পাকিস্তান স্কোয়াড- নিদা দার (অধিনায়ক), আলিয়া রিয়াজ, বিসমাহ মারুফ, ডায়ানা বেগ, গোলাম ফাতিমা, ইরাম জাভেদ, মুনিবা আলী (উইকেটরক্ষক), নাজিহা আলভি (উইকেটরক্ষক), নাশরা সুন্ধু, নাতালিয়া পারভেজ, সাদাফ শামাস, সাদিয়া ইকবাল, সিদরা আমিন, উম্মে- ই-হানি ও ওয়াহিদা আখতার।
ট্রাভেলিং রিজার্ভ- আম্বার কায়নাত, ওমাইমা সোহেল এবং সিদরা নেওয়াজ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post