স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলতে মাঠে নামছে বাংলাদেশ। আজ গোয়াহাটিতে টাইগারদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি।
প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দাপুটে জয় পায় বাংলাদেশ। অনুশীলনে পাওয়া চোটের জন্য সে ম্যাচে খেলেননি অধিনায়ক সাকিব আল হাসান। ইংল্যান্ডের বিপক্ষেও খেলছেন না বিশ্বসেরা অলরাউন্ডার। তাতে দলের সাইড বেঞ্চের শক্তি যাচাইয়ের সুযোগ পাচ্ছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
জানা গেছে, নিয়মিত ক্রিকেটারদের বেশ কয়েকজনকে বিশ্রাম দেওয়ার পরিকল্পনা টিম ম্যানেজমেন্টের। সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে খেলাতে পারে ইংলিশদের বিপক্ষে। বিশ্রামে থাকতে পারেন মাহমুদউল্লাহ রিয়াদ। এদিকে প্রথম ম্যাচে দুই ওপেনার লিটন দাস, তানজিদ তামিমের সঙ্গে দুর্দান্ত ফিফটি করেন অধিনায়ক মেহেদি মিরাজ।
বাংলাদেশ- সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।
ইংল্যান্ড- জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, গাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন, ডাভিড মালান, আদিল রশিদ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস, রিস টপলি, ডেভিড উইলি, মার্ক উড ও ক্রিস ওকস।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post