স্পোর্টস ডেস্কঃ শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দিয়ে আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ যাত্রা শুরু করবে বাংলাদেশ। আজ দুপুর আড়াইটায় গোয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামবে দু’দল। ম্যাচটি টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হবে বলে জানা গেছে।
বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচটি বাংলাদেশের চ্যানেল টি স্পোর্টস ও গাজী টিভি সরাসরি সম্প্রচার করবে বলে জানা গেছে। এছাড়া ভারতে স্টার স্পোর্টস ২ ও স্টার স্পোর্টস ২ এইচডি’তে দেখা যাবে ম্যাচটি। এছাড়া বিভিন্ন অ্যাপের সাইবক্রিপশন করে দেখা যাবে ম্যাচটি।
প্রস্তুতি ম্যাচ সূচি (শুক্রবার)
বাংলাদেশ–শ্রীলঙ্কা, গোয়াহাটি।
দুপুর ২টা ৩০ মিনিট, স্টার স্পোর্টস ২, গাজী টিভি ও টি স্পোর্টস।
নিউজিল্যান্ড–পাকিস্তান, হায়দ্রাবাদ।
দুপুর ২টা ৩০ মিনিট, স্টার স্পোর্টস ১।
দক্ষিণ আফ্রিকা–আফগানিস্তান, তিরুবনন্তপুরম।
দুপুর ২টা ৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post