স্পোর্টস ডেস্কঃ প্রিমিয়ার লিগে শনিবার এভারটনকে হারাল ম্যানচেস্টার ইউনাইটেড। জোড়া পেনাল্টির ম্যাচটি ২-০ গোলে জিতেছে তারা। ব্রুনো ফের্নান্দেস দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান মার্কাস র্যাশফোর্ড। পেনাল্টি দুটিই আদায় করেন আলেহান্দ্রো গারনাচো।
এদিকে প্রিমিয়ার লিগে ইউনাইটেডের কারো দুটি পেনাল্টি আদায়ে গারনাচোই প্রথম খেলোয়াড়। আর প্রিমিয়ার লিগে ম্যাচে একই খেলোয়াড়ের দুটি পেনাল্টি আদায়ের ঘটনা ঘটল দুই বছরের বেশি সময় পর। সর্বশেষ ২০২১ সালের ডিসেম্বরে লিডসের বিপক্ষে দুটি পেনাল্টি পেয়েছিলেন চেলসির অ্যান্তনিও রুডিগার।
ওল্ড ট্রাফোর্ডে ১২ মিনিটে এগিয়ে যায় ম্যান ইউ। গারনাচো ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় স্বাগতিকরা। ডান পোস্ট ঘেঁষে নেওয়া নিচু স্পট কিকে গোলরক্ষককে পরাস্ত করেন অধিনায়ক ব্রুনো। ৩৪ মিনিটে আবারও এভারটন বক্সে ফাউলের শিকার গারনাচো। এবার তাঁকে ফেলেন বেন গডফ্রে। ব্রুনো শট না নিয়ে সুযোগ দেন র্যাশফোর্ডকে। যা কাজে লাগাতে ভুল করেননি ইংলিশ ফরোয়ার্ড।
এ জয়ে ২৮ ম্যাচে ১৫ জয় ও ২ ড্রয়ে ৪৭ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে ইউনাইটেড। তাদের চেয়ে ৩ পয়েন্ট বেশি নিয়ে পাঁচ নম্বরে ২৬ ম্যাচ খেলা টটেনহ্যাম হটস্পার। ২৭ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। ২৮ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে এভারটন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post