নিজস্ব প্রতিবেদক:: জাতীয় ক্রিকেট লিগে এখনো পর্যন্ত অপরাজিত থাকা সিলেট বিভাগীয় দল পঞ্চম রাউন্ডেও দুর্দান্ত শুরু করেছে। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ঢাকা মেট্রোকে মাত্র ১৩০ রানে অলআউট করে দিয়েছে সিলেট। বল হাতে দুর্দান্ত হয়ে উঠা নাসুম, খালেদ, রাজাদের দিনে ঢাকা মেট্রো একেবারেই ব্যর্থ হয়। প্রথম দিন শেষে সিলেট লিড নিয়েছে ৭ রানের।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সিলেটের অধিনায়ক অমিত হাসান। অধিনায়কের সিদ্ধান্ত যে সঠিক ছিলাে সেটা প্রমাণ করে দেন নাসুম, খালেদ-রাজারা। সিলেটের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি ব্যাটসম্যানরা। ব্যাট হাতে বড় ইনিংস খেলতে পারেননি কেউই। সর্বোচ্চ ৩১ রান করেন অধিনায়ক নাঈম শেখ।
নাসুমের স্পিন ঘূর্ণি, রাজা-খালেদদের পেস আগুনে রীতিমতো ছারখার হয় ঢাকা মেট্রোর ব্যাটিং লাইন। দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান করেন মাহফুজুল ইসলাম রবিন। ১৭ রান করেন শামসুর রহমান শুভ। ১৩ রান আসে আমিনুল ইসলাম বিপ্লবের ব্যাট থেকে। ১০ রান করেন মার্শাল আইয়ুব।
সিলেটের হয়ে নাসুম ৯ ওভারে ১৯ রানে চারটি, রাজা ১১ ওভারে ২৮ রানে তিনটি ও খালেদ ১১.১ ওভারে ২৮ রানে তিনটি করে উইকেট লাভ করেন।
প্রতিপক্ষক অল্পতে আটকে দিয়ে ব্যাট করতে নামা সিলেট দারুণ শুরু করে। দুই ওপেনার তুষার ও পিনাকের উদ্বোধনী জুটিতে তুলে নেয় ৫৮ রান। এক ওভারের ব্যবধানে পরপর দুই ওপেনার সাজঘরে ফিরেন। ১৬ রান করেন পিনাক ঘোষ, ৪২ রান করেন তুষার। দু’জনেই ফিরেন দলীয় ৫৮ রানে।
এরপরই তৃতীয় উইকেটে দিশানকে নিয়ে জুটি গড়েন অমিত হাসান। হাফ সেঞ্চুরিও আদায় করেছেন আগের ম্যাচের ডাবল সেঞ্চুরিয়ান অমিত হাসান। ৫১ রানে অপরাজিত আছেন তিনি। ১৯ রানে অপরাজিত দিশান। ৩৩.ওভারে দুই উইকেটে ১৩৭ রান তুলে দিন শেষ করেছে সিলেট।
ঢাকা মেট্রোর হয়ে আরিফ ও ফাহিম একটি করে উইকেট লাভ করেছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/.নিপ্র/ডেস্ক/০০