স্পোর্টস ডেস্ক:: জাতীয় দলের জার্সিতে রীতিমতো উড়ছেন রোনালদো। উয়েফা নেশন্স লিগের প্রথম ম্যাচে দলকে জিতিয়ে ছিলেন। এবার দ্বিতীয় ম্যাচেও পর্তুগালকে জেতালেন তিনি। স্কটল্যান্ডের বিপক্ষে সিআরসেভেনের দল জিতেছে ২-১ ব্যবধানে।
ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচেও রোনালদো করে ছিলেন জয় সূচক গোল। এবার স্কটল্যান্ডের বিপক্ষেও করলেন জয় সূচক গোল। টানা দুই ম্যাচ দলকে জিতিয়েছেন পর্তুগিজ সুপার স্টার। এবার দলকে জিতিয়েছেন বদলী নেমেই।
স্কটিশদের বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে থাকা পর্তুগাল দ্বিতীয়ার্ধে পরপর দুই গোল করে পূর্ণ পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে।
প্রথমার্ধে স্কট ম্যাকটোমিনের গোলে স্কটল্যান্ড এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে ব্রুনো ফের্নান্দেস সমতা ফেরানোর পর দলকে ৩ পয়েন্ট এনে দেন রোনালদো
ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে পর্তুগাল। ৭ম মিনিটে কর্নার থেকে বল পেয়ে কেনি ম্যাকলেইন ডি বক্সে পাস দেস ম্যাকটোমিনেকে। দারুণ হেডে জাল খুঁজে নেন ম্যাকটোমিনে। বিরতির আগেই স্কটল্যান্ড এগিয়ে যায় ১-০ গোলে।
পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করা পর্তুগাল এরপরই ঘুরে দাঁড়ায়। ম্যাচে ফিরতে মরিয়া পর্তুগিজ এবার মাঠে নামান ক্রিস্টিয়ানো রোনালদোকে। দ্রুত ঘুরেও দাঁড়ায় দলটি। ম্যাচের ৫৪তম মিনিটে দলকে সমতায় ফেরান ফের্নান্দেস।
এরপর রোনালদো জয় সূচক গোলটি করেন। ম্যাচের ৮৮তম মিনিটে মেন্দেসের ক্রস থেকে পাওয়া বল স্কটিশদের জালে জড়িয়ে দলের জয় নিশ্চিত করেন তিনি। পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড় পর্তুগিজরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম.নিপ্র/ডেস্ক/০০