স্পোর্টস ডেস্ক:: বল হাতে জ্বলে উঠা সাকিব-শরিফুলদের আগুনে বোলিংয়ে বিপর্যয়ে পড়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। দুই পেসারের দুর্দান্ত বোলিং তোপে শত রানের আগেই আট উইকেট হারিয়েছে ব্ল্যাকক্যাপসরা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৯.২ ওভারে নিউজিল্যান্ডের সংগ্রহ ৮ উইকেটে ৮৮ রান।২ রানে অশক ও শুন্য রানে জ্যাকব ডুফে অপরাজিত আছেন।
টস হেরে ব্যাট করতে রাচিন রবীন্দ্রকে ইনিংসের চতুর্থ ওভারের শেষ বলে দলীয় ১৬ রানে সাজ ঘরে পাঠান সাকিব। ৮ বলে ১২ রান করেন তিনি। এরপর সাকিব ইনিংসের অষ্টম ওভারের দ্বিতীয় বলে হেনরি নিকোলাসকে প্যাভেলিয়নে ফেরত পাঠান দলীয় ২২ রানের মধ্যে। ১২ বলে ১ রান করেন তিনে নামা এই ব্যাটার।
তরুণ পেসারের দুই উইকেট শিকারের পরপরই শরিফুলও উইকেটের খাতা খুলেন। স্বাগতিক অধিনায়ক টম লাথামের স্ট্যাম্প উপরে ফেলেন ১৭তম ওভারের তৃতীয় বলে দলীয় ৫৮ রানের মাথায়। ৩৪ বলে ২১ রান করতে পারেন লাথাম।
শরিফুলও যেনো অনুসরণ করেন সাকিব। নিজের টানা দ্বিতীয় উইকেটও তুলে নেন তিনি। ১৯তম ওভারের চতুর্থ বলে ওপেনার উইল ইয়াংকে প্যাভেলিয়নে ফেরত পাঠান এই পেসার। তিন চারে ৪৩ রানে ২৬ রান করে কিউ ওপেনার।
বাংলাদেশের দুই পেসারের আগুনে বোলিংয়ে স্বাগতিকরা কোনো জুটিই গড়তে পারেনি। একের পর এক উইকেট হারাতে থাকে। ২১তম ওভারের দ্বিতীয় বলে মার্ক চ্যাম্পম্যানকে বিদায় করে পঞ্চম উইকেটের পতন ঘটান শরিফুল। দলীয় ৬৩ রানে ব্যক্তিগত মাত্র ২ রানে বিদায় নেন এই ব্যাটার।
এরপর আবারো উইকেট তুলে নেন সাকিব। সাত রান যোগ করতেই কিউরা হারায় ষষ্ট উইকেট। ইনিংসের ২৩তম ওভারের প্রথম বলে টম ব্লান্ডেল ফিরেন দলীয় ৭০ রানে। মিরাজের হাতবন্দী হওয়ার আগে ১৭ বলে ৪ রান করে উইকেটে টিকে থাকার চেষ্টা করেন তিনি।
ব্লান্ডেলের বিদায়ের পর ৫ রান যোগ করতেই স্বাগতিকরা হারায় সপ্তম উইকেট। এবার উইকেটের খাতায় নাম তুলেন সৌম্য সরকার। জশ ক্লার্কসনকে প্যাভেলিয়নের পথ দেখান তিনি। ২৭তম ওভারের পঞ্চম বলে দলীয় ৮৫ রানে বিদায় নেওয়ার আগে ২৩ বলে ১৬ রান করেন তিনি।
জশ ক্লার্কসনের স্ট্যাম্প উপরে ফেলা সৌম্য সরকার দেখাতে শুরু করেন ম্যাজিক। নিজের পরের ওভারের অর্থাৎ ২৯তম ওভারের শেষ বলে অ্যাডাম মিলানেরও স্ট্যাম্প উপরে ফেলেন তিনি। ২০ বলে ৪ রান করা মিলানের বিদায়ে দলীয় ৮৬ রানে অষ্টম উইকেট হারায় স্বাগতিকরা।
Discussion about this post