স্পোর্টস ডেস্ক:: ফরাসি লিগ ‘আঁ’র শিরোপার লড়াই শেষ হয়ে গেছে। অথচ লিগটি শেষ হতে এখনো দেড় মাসের মতো সময় বাকী আছে। চ্যাম্পিয়ন হয়ে যাওয়া পিএসজিরও বাকী আছে ছয় ম্যাচ। দুর্দান্ত মৌসুম কাটানো পিএসজি ছয় ম্যাচ হাতে রেখেই, দেড় আগেই শিরোপার উৎসব করে ফেলেছে।
লিগে পিএসজির বাকী থাকা ছয় ম্যাচ এখন কেবলই নিয়ম রক্ষার। টানা চতুর্থবার শিরোপা জিতে গেছে ফরাসি জায়ান্টরা। অঁজের বিপক্ষে গত রাতের ম্যাচটি ড্র করলেই চ্যাম্পিয়ন হয়ে যেতো পিএসজি। ফরাসি ক্লাবটি ‘ড্র’তে সন্তুুষ্ট থাকেনি, দুর্দান্ত খেলা উপহার দিয়েছে। জয় নিয়েই শিরোপা উৎসব করেছে। লুইস এনরিকের দল প্রতিপক্ষকে চাপে রেখে পুরো ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিলো।
লি আগঁ’তে অপরাজিত থাকা পিএসজি ২৮ ম্যাচে ২৩ জয় ও পাঁচ ‘ড্র’ নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হলো। অঁজের বিপক্ষে গত রাতে পিএসজি জিতেছে ১-০ ব্যবধানে। জয়ের ব্যবধান ছোট হলেও ম্যাচে আধিপত্য ছিলো পিএসজির। একের পর এক আক্রমণে দিশে হারা করে তুলে প্রতিপক্ষকে। অঁজে কোনো সুযোগই তৈরি করতে পারেনি পুরো ম্যাচ জুড়ে।
মাত্র ২৮ ম্যাচ খেলা পিএসজির পয়েন্ট হয়ে গেছে ৭৪। ২৭ ম্যাচ খেলে ৫১ পয়েন্ট মোনাকোর। দ্বিতীয় স্থানে থাকা দলটির সঙ্গে বিশাল ব্যবধানে এগিয়ে থাকায় পিএসজির ১৩তম শিরোপা নিশ্চিত হয়ে গেছে।
ম্যাচে দাপট দেখালেও পিএসজিকে গোলের জন্য অপেক্ষা করতে হয় দ্বিতীয়ার্ধ পর্যন্ত। একের পর এক আক্রমণ করেও প্রাথমার্ধে গোলের দেখা পায়নি ফরাসি জায়ান্টরা। অঁজেও কোনো সুযোগ তৈরি করতে পারেনি। ফলে গোল শুন্য সমতায় ম্যাচ রেখে বিরতিতে যায় দুই দল।
বিরতির পরই দেজিরের গোলে লিড পায় পিএসজি। ৫৫ মিনিটে খিচা কাভারাস্কেইয়ার ক্রসে দারুণ এক ভলিতে জালের ঠিকানা খুঁজে পান ফরাসি ফরোয়ার্ড দেজিরে দোয়ে। একমাত্র এই গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে চ্যাম্পিয়নরা। ম্যাচে ৮১.২ শতাংশ বল পিএসজির দখলে ছিলো। ২০টি শট নিয়ে মাত্র একটিতে গোল পায় দলটি। তাতেই জয় নিশ্চিত হয়ে যায়, সেই সঙ্গে নিশ্চিত হয় শিরোপাও।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০