স্পোর্টডস ডেস্ক:: কাউন্টি ক্রিকেটের দল ইয়র্কশায়ার খেলার জন্য প্রস্তাব দিয়েছে বাংলাদেশের পেস তারকা তাসকিন আহমদকে। ওয়ানডে বিশ্বকাপের জন্য তিনি কাউন্টির প্রস্তাব প্রত্যাখান করেছেন।
দেশের এই স্পিড স্টারের ভাবনায় কেবল ওয়ানডে বিশ্বকাপই। আপাতত তার লক্ষ্য বিশ্বকাপে দুর্দান্ত কিছু করা, দেশের জয়ে অবদান রাখা। বিশ্বকাপের বছরে তাই তিনি আইপিএলকেও না করেছিলেন। লখনৌ সুপার জায়ান্টস দলে নিতে চেয়েছিলো বাংলাদেশের এই ক্রিকেটারকে। তবে তিনি যাননি।
এবার কাউন্টির দল ইয়র্কশায়ারের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও দলের পেস আক্রমনের মূল নেতাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না। ক্রিকেট বোর্ডের সঙ্গে পরামর্শ করে তাই কাউন্টির প্রস্তাব ফিরিয়ে দেন তিনি।
ইয়র্কশায়ারের বোলিং কোচ ওটিস গিবসন। যিনি বাংলাদেশ দলের বোলিং কোচও ছিলেন। সাবেক এই শিষ্যকে তার ভালো করেই চেনা। যার জন্য তিনিই প্রস্তাব দিয়ে ছিলেন তাসকিনকে। তবে সাবেক কোচের প্রস্তাবে সম্মত হননি এই পেসার।
চোটে থাকা এই পেসার আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়েই মাঠে ফিরবেন। আগামি ১৪ জুলাই থেকে শুরু হবে আফগানিস্তান ও বাংলাদেশের টেস্ট ম্যাচ। ঈদের পরই আফগানিস্তানে সঙ্গে ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ দল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post