স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয়ের ১০৫ ঘণ্টা পর ভারতীয় ক্রিকেট দল দেশের মাটিতে পা রেখেছে। বৃহস্পতিবার ভোরে দেশের মাটিতে পৌঁছেই রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদবরা শুরু করেছেন উদযাপন। তাদের বরণ করে নিতে আছে হরেক আয়োজন।
ঘূর্ণিঝড়ের কারণে তিন দিন আটকে থাকার পর এয়ার ইন্ডিয়ার একটি চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরেছেন ভারতের ক্রিকেটাররা। বারবাডোজে গত শনিবার রোমাঞ্চকর ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় শিরোপা ঘরে তোলে ভারত। পরদিনই উইন্ডিজের এই দ্বীপে হানা দেয় ‘ক্যাটাগরি ফোর’ ঘূর্ণিঝড়। যে কারণে বারবাডোজের বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়।
স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে বারবাডোজ ছাড়ার কথা ছিল ভারত দলের। বুধবার সন্ধ্যায় পৌঁছানোর কথা ছিল দেশে। কিন্তু বিমানটি সেখানে দেরিতে অবতরণ করায় বিলম্ব হয় তাদের দেশের উদ্দেশে যাত্রা। এদিকে দেশে পৌঁছে বিমানবন্দরে ভক্ত, সমর্থকদের ভালোবাসায় সিক্ত হন ক্রিকেটাররা। তাদের স্বাগত জানাতে বিমানবন্দরে পতাকা, জার্সি গায়ে উপস্থিত হন সমর্থকরা। বিশেষ নিরাপত্তা দিয়ে ক্রিকেটারদের নিয়ে যাওয়া হয় দিল্লির আইটিসি হোটেলে। যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাদের সাক্ষাতের কথা রয়েছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post