স্পোর্টস ডেস্কঃ টানা দুই টেস্টে ভারতের কাছে পাত্তায়ই পেল না অস্ট্রেলিয়া। দুইটিতেই মাত্র তিন দিনে দেখেছে হার। সফরকারীদের ব্যর্থতায় সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে ভারত। ইন্দোরে আগামী ১ মার্চ থেকে শুরু হবে তৃতীয় টেস্ট।
ইনজুরির কারণে পুরো সিরিজ থেকেই ছিটকে যান জশ হ্যাজেলউড। অ্যাকিলিসের ইনজুরির কারণে প্রথম দুই ম্যাচেও খেলা হয়নি তার। তবে সুসংসবাদ হলো ইনজুরি কাটিয়ে ফিরছেন ক্যামেরন গ্রিন। এছাড়া মিচেল স্টার্কও খেলার জন্য প্রস্তুত আছেন। তবে মঙ্গলবার ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) জানিয়েছে ওপেনার ডেভিড ওয়ার্নারও ছিটকে গেছেন সিরিজ থেকে।
ওয়ার্নারের কনুইয়ের হাড় ভেঙেছে। আপাতত দেশে ফিরছেন তিনি। আশা করা হচ্ছে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে ভারতে অস্ট্রেলিয়া দলের সঙ্গে পুনরায় যোগ দিতে পারেন ওয়ার্নার। দিল্লি টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করার সময় মোহাম্মদ সিরাজের বলে বাঁ-কনুইয়ে চোট পান বাঁহাতি এই ব্যাটার।
চোট নিয়েও ইন্দোরে মাঠে নামতে অসুবিধা হবে না ওয়ার্নারের, শুরুতে এমনটাই ধারণা করা হয়েছিল। তবে যন্ত্রণা শুরু হওয়ায় এবং হাতের নড়াচড়ায় প্রভাব দেখা দেওয়ায় শেষমেশ দেশে ফেরার সিদ্ধান্ত নেন তিনি। ডাক্তারদের পরামর্শ মতো দেশে ফিরে যাওয়াই মনস্থির করেন অজি এই ক্রিকেটার।
এর আগে, সিরিজের মাঝপথেই দেশে ফিরে গেছেন অধিনায়ক প্যাট কামিন্স। পারিবারিক কারণে দেশের বিমান ধরেন এই তারকা পেসার। বিস্তারিত কিছু জানানো না হলেও, পরিবারের কারো স্বাস্থ্যগত কারণ বলা হচ্ছে। জানা গেছে, আবার ফিরে আসবেন তৃতীয় টেস্ট শুরুর আগেই।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post