স্পোর্টস ডেস্কঃ স্বস্তির জয়ে ম্যানচেস্টার সিটির সঙ্গে ব্যবধান বাড়াল আর্সেনাল। শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচটিতে লেস্টার সিটির বিপক্ষে দ্বিতীয়ার্ধের একমাত্র গোলে জিতেছে মিকেল আর্তেতার দল। ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেছেন গাব্রিয়েল মার্তিনেল্লি।
এ জয়ে ২৪ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। সমান ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে সিটি। অবশ্য এই ৫ পয়েন্টের ব্যবধান কমিয়ে নেওয়ার সুযোগ পেপ গার্দিওলার দল পাচ্ছে শনিবার রাতেই এফসি বোর্নমাউথের বিপক্ষে ম্যাচে।
প্রথমার্ধে গোলশূন্য সমতা নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল। বিরতি থেকে ফিরেই আবার লেস্টারের রক্ষণে ঝাপিয়ে পড়ে আর্সেনাল। এর ফলও সঙ্গে সঙ্গেই পেয়ে যায় তারা। ৪৬ মিনিটে আর্সেনালকে এগিয়ে দেওয়া গোলটি দুর্দান্ত এক কোনাকুনি শটে করেন মার্তিনেল্লি। শেষ পর্যন্ত এ গোলই হয়ে যায় ম্যাচের ফল নির্ধারক।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post