স্পোর্টস ডেস্কঃ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দ্বিতীয় দিনেও এগিয়ে থেকে শেষ করল অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে অজিরা করে ৪৬৯ রান। জবাবে ১৫১ রানেই ভারত হারিয়েছে ৫ উইকেট। এখনও তারা পিছিয়ে ৩১৮ রানে। আজিঙ্কা রাহানে ২৯ ও শ্রীকার ভরত আছেন ৫ রানে অপরাজিত।
অস্ট্রেলিয়াকে ৪৬৯ রানে আটকে ব্যাট করতে নেমে স্বস্তিতে ছিল না ভারতও। রোহিত শর্মা ও শুবমান গিল শুরুটা আক্রমণাত্মক করলেও সে আক্রমণ টেকেনি বেশিক্ষণ। ৪ ওভারে ভারত তুলেছিল ২৪ রান। তবে রোহিতকে এলবিডব্লু করে প্রথম ব্রেকথ্রু দেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। রিভিউ না নিয়েই সাজঘরে হাঁটেন তিনি। এরপর গিল অজি পেসার স্কট বোল্যান্ডের বল ছেড়ে দিয়ে করেন ভুল। বল সুইং করে ঢুকে স্টাম্পে।
চেতেশ্বর পূজারাও ফেরেন প্রায় একইভাবে। ক্যামেরন গ্রিনের বলে বোল্ড হন তিনি। এরপর টিকতে পারেন নি বিরাট কোহলিও। মিচেল স্টার্কের বাড়তি বাউন্সে ভড়কে যাওয়া এই ব্যাটার ক্যাচ দেন স্লিপে। পঞ্চম উইকেটে ১০০ বলে রাহানে-রবীন্দ্র জাদেজা যোগ করেন ৭১ রান। এরপরই নাথান লায়ন ফেরান জাদেজাকে। ৫১ বলে ৪৮ রান করেন তিনি। অস্ট্রেলিয়ার হয়ে ১টি করে উইকেট নিয়েছেন স্টার্ক, কামিন্স, গ্রিন, বোল্যান্ড ও লায়ন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post