স্পোর্টস ডেস্কঃ ইংল্যান্ডের দ্য হানড্রেড টুর্নামেন্টের দিনক্ষণ এগিয়ে আসছে। আগামী ১ আগস্ট থেকে শুরু হবে একশ বলের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। আসর শুরুর দিন কয়েক আগে এসে বেশ কয়েকজন ক্রিকেটারের বিকল্প ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
মূলত অনেক ক্রিকেটার টুর্নামেন্ট শুরুর মাঝপথে দল ছেড়ে যাবেন। তাদেরই বদলি নিয়েছে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ থাকায় দ্য হানড্রেডের পুরো মৌসুমে খেলতে পারবেন না আফগান তারকা রশিদ খান। যার জন্য রশিদের বদলি নিয়েছে ট্রেন্ট রকেটস। তার পরিবর্তে ১০ আগস্টের পর থেকে দলে যোগ দেবেন নিউজিল্যান্ডের ইশ সোদি।
এদিকে একই সিরিজের কারণে পুরো মৌসুমে খেলতে পারবেন না শাদাব খান। এই পাকিস্তানের লেগ স্পিন অলরাউন্ডারের পরিবর্তে ১৪ আগস্ট থেকে বার্মিংহ্যাম ফিনিক্স দলে যোগ দেবেন অস্ট্রেলিয়ার তানভীর সাঙ্গা।
ম্যানচেস্টার অরিজিনালসে আইরিশ পেসার জশ লিটলের পরিবর্তে খেলবেন পাকিস্তানের জামান খান। ফ্র্যাঞ্চাইজিটি যদি এলিমেনেটর বা ফাইনালে যায়, তাহলে আবারও দলের সঙ্গে যোগ দেবেন লিটল। মুলত ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ব্যস্ত থাকবেন তিনি।
এদিকে ২০ আগষ্ট থেকে দক্ষিণ আফ্রিকার হেনরিখ ক্লাসেনের জায়গায় ওভাল ইনভিনসিবসের হয়ে খেলবেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশাম। ওয়েলশ ফায়ারে ওলি পোপের বদলি বেন গ্রিন। লন্ডন স্পিরিটে ওলি স্টোনের পরিবর্তে খেলবেন ড্যান ওরেল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post