স্পোর্টস ডেস্কঃ বিশ্ব রেকর্ড গড়লেন গ্লেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ান এই ব্যাটার আজ বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি হাঁকালেন। বুধবার নেদারল্যান্ডসের বিপক্ষে এই রেকর্ড স্পর্শ করেন ডানহাতি এই ব্যাটার। দিল্লিতে মাত্র ৪০ বলে সেঞ্চুরির দেখা পান ম্যাক্সওয়েল। এতে তিনি ছাড়িয়ে গেছেন চলতি বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরি হাঁকানো দক্ষিণ আফ্রিকার অ্যাইডেন মার্করামকে।
৮ চার ও সমানসংখ্যক ছয়ে সেঞ্চুরি করেন ম্যাক্সওয়েল। শেষ পর্যন্ত ৪৪ বলে ১০৬ রান করে আউট হন তিনি।ম্যাক্সওয়েলের আগে বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি ছিল মার্করামের। শ্রীলঙ্কার বিপক্ষে ক’দিন আগেই ৪৯ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। ২০১১ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ৫০ বলে সেঞ্চুরি করেছিলেন আয়ারল্যান্ডের কেভিন ও’ব্রায়েন। এবার তাদেরকে ছাড়িয়ে গেলেন ম্যাক্সওয়েল।
নতুন রেকর্ড গড়ার পর ম্যাক্সওয়েল দ্বিতীয়বার পেলেন বিশ্বকাপে ম্যাচ সেরার স্বীকৃতি। সব মিলিয়ে ওয়ানডেতে তার একাদশ ম্যাচ সেরার পুরস্কার এটি। এর আগে ২০১৫ বিশ্বকাপে সিডনিতে শ্রীলঙ্কার বিপক্ষে ৫১ বলে তিন অঙ্ক ছুঁয়েছিলেন তিনি। সেদিনই প্রথমবার বিশ্বকাপে ম্যাচ সেরার স্বীকৃতি পান এই ব্যাটার। আজ দ্বিতীয়বার পেলেন সেরার পুরষ্কার। ম্যাক্সওয়েলের রেকর্ডের ম্যাচটি রেকর্ড ব্যবধানে জিতেছে অস্ট্রেলিয়া। ৩০৯ রানের জয় বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে জয়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post