স্পোর্টস ডেস্কঃ ভারত প্রথম ইনিংসে ৩৭৬ রানে অলআউট হওয়ার পর নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। শুক্রবার মধ্যাহৃ বিরতির আগে ৯ ওভারে ২৬ রানে ৩ উইকেট হারিয়েছে টাইগাররা। সাদমান ইসলামকে (২) হারানোর পর জাকির হাসান ও মুমিনুল হককে হারায় বাংলাদেশ।
শুক্রবার লাঞ্চের আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। ৬ বলে ২ রান করে জাসপ্রিত বুমরাহের বলে বোল্ড হয়ে যান সাদমান। এরপর নবম ওভারের প্রথম বলে আরেক ওপেনার জাকির হাসানকে বোল্ড করেন আকাশ দিপ। মাত্র ৩ রানে সাজঘরে ফেরত যান জাকির। ভারতীয় পেসারের পরের বলে বোল্ড হয়ে যান নতুন ব্যাটার মুমিনুল হকও। টানা দুই বলে দুই উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।
আকাশ দিপের হ্যাটট্রিক বলে কোনোমতে উইকেট বাঁচিয়ে রাখেন নতুন ব্যাটার মুশফিকুর রহিম। ওই ওভার শেষ করেই মধ্যাহ্নবিরতিতে যায় বাংলাদেশ। বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ ৯ ওভারের খেলা শেষে ৩ উইকেটে ২৬ রান। মুশফিকুর রহিম ৪ আর নাজমুল হোসেন শান্ত অপরাজিত আছেন ১৫ রানে। এর আগে ৬ উইকেটে ৩৩৯ রান নিয়ে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল ভারত। আজ ১১.২ ওভারে ৩৭ রান তুলতে তাঁরা হারিয়েছে বাকি ৪ উইকেট। ব্যাক টু ব্যাক ইনিংসে ৫ উইকেট শিকার করলেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে ৪৩ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। এরপর চেন্নাইয়ে ভারতের প্রথম ইনিংসে ৮৩ রানে নিলেন ৫ উইকেট। ভারতের মাটিতে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ৫ উইকেট পেলেন হাসান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০