স্পোর্টস ডেস্কঃ চলতি বিশ্বকাপে আরেকটি অঘটনের জন্ম দিলো নেদারল্যান্ডস। উড়তে থাকা দক্ষিণ আফ্রিকাকে মঙ্গলবার মাটিতে নামাল ডাচরা। প্রোটিয়াদের বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে তারা। ধর্মশালায় বৃষ্টি বিঘ্নিত ম্যাচে নির্ধারিত ৪৩ ওভারে ২৪৫ রান করে বাছাই পর্ব পেরিয়ে আসা দলটি।
রান তাড়ায় ব্যাটিং বিপর্যয়ে পড়ে আসরে অপরাজিত দক্ষিণ আফ্রিকা। শেষ পর্যন্ত তাদের ইনিংস গুঁটিয়ে গেছে ২০৭ রানে। নেদারল্যান্ডস ম্যাচ জিতেছে ৩৮ রানে। বৃষ্টির হানায় ম্যাচের দৈর্ঘ্য কমে ৪৩ ওভারে নেমে আসে। টস হেরে আগে ব্যাটিং করতে নামা নেদারল্যান্ডস ৮২ রানে ৫ উইকেট হারালেও শেষ পর্যন্ত ৮ উইকেটে ২৪৫ রান তোলে।
অধিনায়ক স্কট এডওয়ার্ডসের হার না মানা ইনিংস এবং শেষ দিকে ভ্যান ডার মারউই ও আরিয়ান দত্তের ঝড়ো ব্যাটিংয়ে এই সংগ্রহ পায় তারা। ৬৯ বলে ১০ চার ও ১ ছক্কায় ৭৮ রানে অপরাজিত থাকেন স্কট। শেষদিকে ডার মারউইর ১৯ বলে ২৯ ও আরিয়ান দত্তের ৯ বলে ২৩ রানের ঝড়ো ইনিংসে লড়াকু পুঁজি পায় ডাচরা।
ম্যাচ শেষে সামনে আরও কয়েকটি জয়ের হুংকার দিয়ে রেখেছেন ডাচদের অধিনায়ক এবং জয়ের বড় নায়ক স্কট। তিনি জানান, ‘আশা করি আরও কয়েকটি (জয়) আসছে। দুটি ম্যাচেই আমরা ভালো অবস্থায় ছিলাম এবং পরে ছিটকে যাই। (আজ) একটি ভালো জুটি গড়তে পারা এবং ভালো একটি সংগ্রহে পৌঁছাতে পারার বিষয়টি দারুণ ছিল। আমি নিশ্চিত অনেক সমর্থক আছেন যারা জেগে থেকে আমাদের খেলা দেখছেন।’
স্কট আরও বলেন, ‘সবসময়ই আমরা সমর্থকদের পাশে পাই। তাদের সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ। আমরা এই টুর্নামেন্টে এসেছি সেমিফাইনালে জায়গা করে নিতে এবং সেমিতে যেতে হলে আপনাকে বিভিন্ন দলকে হারাতে হবে এবং দক্ষিণ আফ্রিকা যেভাবে খেলছে তারা ফেভারিটদের মধ্যেই আছে। এটা আমাদের জন্য বেশ ভালো একটি জয় ছিল।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post