স্পোর্টস ডেস্কঃ কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে আইপিএল শুরু করা পাঞ্জাব কিংস নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে। বুধবার রাজস্থান রয়্যালসকে ৫ রানে হারিয়েছে পাঞ্জাব। গোয়াহাটিতে আগে ব্যাট করে ১৯৭ রান করে শিখর ধাওয়ানের দল। জবাব দিতে নেমে ১৯২ রান করতে পেরেছে রাজস্থান।
গোয়াহাটিতে ৫ রানে পাওয়া জয়ে ইতিহাস গড়েছে পাঞ্জাব। নিজেদের আইপিএল ইতিহাসে এ নিয়ে তৃতীয়বার আসর শুরুর দুই ম্যাচই জিতল তারা। এর আগে ২০১৪ ও ২০১৭ আইপিএলে পাঞ্জাব তাদের প্রথম দুই ম্যাচ জিতেছিল। প্রথমবার এই কীর্তি গড়তে তারা হারিয়েছিল চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসকে। আর ২০১৭ আইপিএলে রাইজিং পুনে সুপার জায়ান্টস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে আসর শুরু করেছিল।
এবারের আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে শিখর ধাওয়ানের ৮৬ ও প্রভসিমরান সিংয়ের ৬০ রানের সুবাদে বড় সংগ্রহ পায় পাঞ্জাব। রান তাড়ায় শুরুটা ভালো হয় নি রাজস্থানের। পাওয়ার প্লে-তে তারা হারিয়ে বসে ৩ উইকেট। তবে শেষদিকে তাদের জেগেছিল সম্ভাবনা। কিন্তু শেষ পর্যন্ত জয়ের হাসি হেসেছে ধাওয়ানের দল।
ছক্কা হাঁকিয়ে ইনিংস শুরু করা রাজস্থানের ওপেনার জস্বশী জয়সওয়াল ১১ রানের বেশি করতে পারেন নি। ৪ বল খেলে রানের খাতাই খোলতে পারেন আরেক ওপেনার রবিচন্দ্রন অশ্বিন। জস বাটলার ১১ বলে ১ ছক্কা ও ১ চারে ১৯ রানে বিদায় নিলে চাপে পড়ে রাজস্থান। অধিনায়ক সঞ্জু স্যামসন ২৫ বলে করে ৪২ রান। ৫ চার ও ১ ছক্কায় নিজের ইনিংস সাজান এই ডানহাতি।
শেষদিকে শিমরন হেটমায়ার ১৮ বলে ৩ ছক্কা ও ১ চারে ৩৬ রান আর ধ্রুভ জুরেল ২ ছক্কা ও ৩ চারে ১৫ বলে ৩২ রান করলে জয়ের আশা জাগে স্যামসনের দলের। কিন্তু শেষ পর্যন্ত আর জেতা হয় নি তাদের। শেষ ওভারে ১৬ রানের সমীকরণ মেলাতে পারেন নি জুরেল-হেটমায়ার। পাঞ্জাবের হয়ে নাথান এলিশ নিয়েছেন ৪ উইকেট।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৫৬ বলে ৮৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন ধাওয়ান। তাঁর ইনিংসে ছিল ৯ চার ও ৩ ছক্কা। প্রভসিমরান করেন ৩৪ বলে ৬০ রান। ৭ চার ও ৩ ছক্কায় নিজের ইনিংস সাজান এই ব্যাটার। এছাড়া জিতেশ শর্মা ২ চার ও ১ ছক্কায় ২৭ রান করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post