স্পোর্টস ডেস্কঃ দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে ৩০০ রান করেছে আফগানিস্তান। আফগানদের হয়ে ওপেনার রহমানউল্লাহ গুরবাজ হাঁকিয়েছেন সেঞ্চুরি। বৃহস্পতিবার হাম্বানটোটায় ব্যাটিংয়ে নেমে ওপেনিংয়ে দুর্দান্ত খেলতে থাকেন গুরবাজ ও ইব্রাহিম জাদরান।
ওপেনিংয়ে নেমে গুরবাজ-ইব্রাহিম ২২৭ রানের জুটি গড়েন। যা আফগানদের দ্বিতীয় ও পাকিস্তানের বিপক্ষে সর্বোচ্চ ওপেনিং জুটি। গত মাসেই বাংলাদেশের বিপক্ষে নিজেদের ওয়ানডে ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ ২৫৬ রানের জুটি গড়েছিলেন আফগান এই দুই ওপেনার।
১২২ বলে সেঞ্চুরি স্পর্শ করেন গুরবাজ। ২৩ ওয়ানডে ক্যারিয়ারে এটি তার পঞ্চম সেঞ্চুরি। পাকিস্তানের বিপক্ষে এটিই কোনো আফগানের প্রথম ওয়ানডে সেঞ্চুরি। শেষমেশ ১৪টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১৫১ বলে ১৫১ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে মাঠ ছাড়েন উইকেটকিপার ব্যাটার গুরবাজ।
এদিকে দারুণ এই ইনিংসে মাহেন্দ্র সিং ধোনিকে ছাড়িয়ে গেলেন গুরবাজ। এর আগে পাকিস্তানের বিপক্ষে কোনো উইকেটকিপার ব্যাটার হিসেবে সর্বোচ্চ ১৪৮ রানের ইনিংস খেলেছিলেন ধোনি। এবার সেটি ছাপিয়ে গেলেন গুরবাজ। ১৫১ রানের ইনিংস খেলে তিনি সাবেক ভারত অধিনায়ককে টপকে গেলেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post