নিজস্ব প্রতিবেদকঃ ওয়ানডে অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। এ মাসের শেষদিকে হবে এশিয়া কাপ। এর আগেই নতুন অধিনায়ক বেছে নিতে হবে বিসিবিকে। তবে এ নিয়ে কোনো অস্থিরতা নেই বলে জানালেন বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিক।
নতুন অধিনায়ক কে হবেন তা খুঁজে বের করাই বড় চ্যালেঞ্জ বিসিবির সামনে। তবে মল্লিক জানালেন, এতে বিচলিত হওয়ার কারণ নেই। তিনি বলেন, ‘না! (বিসিবিতে) কোনো অস্থিরতা নেই। তামিম অধিনায়কত্ব করবে না, এটা মাননীয় বোর্ড সভাপতিই বলেছেন, আমাদের জন্য এটা একটা ধাক্কা। তবে উনারা খুব ক্লোজলি টিম ম্যানেজমেন্টের সঙ্গে এটা নিয়ে কাজ করছেন।’
মল্লিক জানান, তামিমের সরে যাওয়া বিসিবির জন্য একটি ধাক্কা। এর আগে তামিমের সিদ্ধান্ত বিসিবির কাছে বড় চমক বলে জানিয়েছিলেন নাজমুল হাসান পাপন। আজ মল্লিক বলেন, ‘নতুন অধিনায়কের নিয়োগের বিষয়ে ক্রিকেট অপারেশন্স আছে, মাননীয় বোর্ড সভাপতি নিজেই এটা দেখছেন। এটা নিয়ে খুব বেশি বিচলতি হওয়ার কিছু নেই। স্বাভাবিকভাবেই ওর এভাবে সরে যাওয়াটা আমাদের জন্য ধাক্কা।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post