স্পোর্টস ডেস্কঃ ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরুর তিন দিন আগে উলভারহ্যাম্পটন ছাড়লেন হুলেন লাপোতেগি। স্প্যানিশ এই কোচ পদত্যাগ করেছেন। তাঁর চলে যাওয়ার খবর নিশ্চিত করে উলভস। এদিকে এফসি বোর্নমাউথের সাবেক কোচ গ্যারি ও’নিল দলটির দায়িত্ব নিতে পারেন বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, ক্লাবের সঙ্গে মতপার্থক্যের কারণে পদত্যাগ করেছেন লাপোতেগি। স্পেন ও রিয়াল মাদ্রিদের সাবেক কোচ গত নভেম্বরে উলভারহ্যাম্পটনের দায়িত্ব নেন। তখন রেলিগেশন নিয়ে শঙ্কায় ছিল প্রিমিয়ার লিগের দলটি।
কোচের দায়িত্ব পেয়ে লোপোতেগি উলভসকে নিয়ে ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু করেন। শেষ পর্যন্ত ত্রয়োদশ স্থানে থেকে গতবারের লিগ শেষ করে ক্লাবটি। উলভসের সঙ্গে তার চুক্তি ছিল তিন বছরের। কিন্তু থাকতে পারলেন না তিনি এক বছরও।
উলভসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘উলভস ও লোপেতেগি পারস্পরিক আলোচনার ভিত্তিতে বিচ্ছিন্ন হওয়ার ব্যাপারে একমত হয়েছে। এর মধ্য দিয়ে ক্লাবে তার ৯ মাসের কাজের অবসান ঘটল। প্রধান কোচ ও ক্লাব কিছু ব্যাপারে একমত হতে পারেনি। তাই পারস্পরিক আলোচনার ভিত্তিতে চুক্তির ইতি টানাই সেরা সমাধান মনে করেছে দুই পক্ষ।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post