স্পোর্টস ডেস্ক:: জার্মানির সাবেক কোচকে জাভির স্থলাভিষিক্ত করছে বার্সেলোনা। শিরোপাহীন মৌসুমের পর বার্সেলোনা জাভিকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়। এরপরই হুয়ান লাপোর্তা ক্লাবের জন্য নতুন কোচ খুঁজা শুরু করেন।
বার্সা সভাপতি লাপোর্তার সাথে বেশ ভালো সম্পর্ক জার্মানির সাবেক কোচ হানসি ফ্লিক। গত বছর জার্মানির দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়ার পর ফ্লিক আর কোথাও চাকরি করেননি। এবার তিনি জাভির স্থলাভিষিক্ত হলেন।
বার্সার বিদায়ী কোচ মাঠে সাফল্য এনে দিতে পারেননি দলকে। তার ওপর ক্লাব নিয়ে বেফাঁস মন্তব্যও করেন। সব মিলিয়ে বার্সার কর্মকর্তারা জাভির উপর বেশ অসন্তুুষ্ট ছিলেন। মৌসুম শেষ হতেই তাই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় এই কোচকে।
বার্সার সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতা সারতে মঙ্গলবার নিজের এজেন্ট পিনি জাহাভি সহ বার্সায় আসেন ফ্লিক। বার্সার সঙ্গে কত বছরের চুক্তি করতে যাচ্ছেন ফ্লিক, সেটি এখনো জানা যায়নি। তবে ফুটবল বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন জানিয়েছে, ক্লাবটির সঙ্গে প্রাথমিকভাবে ২ বছরের চুক্তি করবেন তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post