স্পোর্টস ডেস্কঃ জাপানের ক্লাব ভিসেল কোবেকে বিদায় জানালেন আন্দ্রেস ইনিয়েস্তা। গত শনিবার বিদায়ী ম্যাচে কোবের কোচ তাকাইয়োকি ইওশিদা ৩৯ বছর বয়সী এই মিডফিল্ডারকে শুরুর একাদশেই নামিয়েছেন। ৫৭ মিনিট খেলার পর স্পেনের সাবেক মিডফিল্ডারকে মাঠ থেকে তুলে নেন তিনি।
২০১৮ সালে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলা ইনিয়েস্তা এবার নতুন ক্লাবের সন্ধানে আছেন বলে জানিয়েছেন। বার্সেলোনার হয়ে ৪টি চ্যাম্পিয়নস লিগ ও ৯টি লা লিগাসহ মোট ৩০টি শিরোপা জেতা ইনিয়েস্তা ৫ বছর আগে পাড়ি জমিয়েছিলেন জাপানিজ লিগে।
বিদায়ী ম্যাচ শেষে ইনিয়েস্তার চোখে টলমল করতে থাকে জল। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে স্পেনের বিশ্বকাপজয়ী এই তারকা জানান, নিজের পরবর্তী ঠিকানা নিয়ে এখনও নিশ্চিত নন তিনি। কিছু স্পষ্ট করেননি তিনি। তবে খেলা যে এখনই ছাড়ছেন না, আবারও তা জানিয়ে দিয়েছেন ৩৯ বছর বয়সী তারকা।
ইনিয়েস্তা বলেন, ‘গত কয়েকটি মাস আমার জন্য ও আমার ঘনিষ্ঠদের জন্য সময়টি ছিল খুব কঠিন। মাঠে থেকেই বিদায় নেওয়া ও ক্যারিয়ার শেষ করার ইচ্ছা আছে আমার। এই ক্লাব থেকে তা হলো না। তবে এই চাওয়াকে ভাবনায় রেখেই পরের পদক্ষেপ নিচ্ছি আমি।’
এখনই খেলা না ছাড়ার পরিকল্পনায় থাকা ইনিয়েস্তাকে দেখা যেতে পারে মেজর লিগ সকারের দলে। স্প্যানিশ গণমাধ্যম জানিয়েছে যুক্তরাষ্ট্রের লিগের একাধিক ক্লাব তাঁকে দলে নেওয়ার চেষ্টায় আছে। এছাড়া এই দৌড়ে আছে পর্তুগালের কয়েকটি ক্লাবও। তবে ইনিয়েস্তা এই ব্যাপারে এখনই মুখ খুলছেন না।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post