স্পোর্টস ডেস্কঃ দক্ষিণ আফ্রিকায় ফিরে এবার নতুন চাকরিতে যোগ দিয়েছেন অ্যালান ডোনাল্ড। বাংলাদেশ দলের বোলিং কোচের দায়িত্ব ছেড়ে নিজ দেশের ঘরোয়া ক্রিকেট দল ডিপি ওয়ার্ল্ড লায়ন্সের দায়িত্ব নিয়েছেন তিনি। সেখানে তিনি যার সঙ্গে কাজ করবেন তিনিও বাংলাদেশের হেড কোচের দায়িত্ব পালন করেছেন। তিনি হলেন রাসেল ডমিঙ্গো।
গত বছরের মার্চে বাংলাদেশ দলের পেস বোলিং কোচের দায়িত্ব পেয়েছিলেন ডোনাল্ড। এরপর খুব অল্প সময়ে বাংলাদেশি ক্রিকেটার ও সমর্থকদের হৃদয়ে জায়গা করে নেন ৫৭ বছর বয়সী সাবেক এই পেসার। তার অধীনে শক্তিশালী পেস বোলিং ইউনিট গড়ে উঠেছিল টাইগারদের। তার হাত ধরে তাসকিন আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদরা দাপট দেখাচ্ছিল বিশ্ব ক্রিকেটে। আশা ছিল, বিশ্বকাপেও তার শিষ্যরা দারুণ কিছু করে দেখাবে। কিন্তু প্রত্যাশার ধারেকাছেও যেতে পারেনি টাইগার পেসাররা।
কোচিং ক্যারিয়ারের আগে খেলোয়াড় হিসেবেও ডোনাল্ড ৭২ টেস্টে ৩৩০ উইকেট তুলে নেন। ওয়ানডে ফরমেটে ১৭৪ ম্যাচ খেলে ২৭২ উইকেট ছিল তার। প্রথম শ্রেণির ক্রিকেটেও ১২শ’র বেশি উইকেট পেয়েছেন এই কিংবদন্তি। এখন কাজ করবেন ডিপি ওয়ার্ল্ড লায়ন্সে। শুক্রবার (২৪ নভেম্বর) সামাজিক মাধ্যমে এক পোস্টে নিশ্চিত করেছে জোহানেসবার্গের ক্লাবটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post