স্পোর্টস ডেস্ক:: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেটের নিয়ম বদল করা হয়েছে। দু’দিন পরেই শুরু হতে যাওয়া এবারের আইপিএলে বেশ কিছু পরিবর্তন এনেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। ভারতীয় ক্রিকেট বোর্ড আইপিএল ফ্র্যাঞ্চাইজি ম্যানেজার ও অধিনায়কদের সাথে বৈঠক করে কিছু নতুন সিদ্ধান্ত নিয়েছে।
করোনাভাইরাসের সময়ে আইসিসি বলে লালা ব্যবহার নিষিদ্ধ করে। বলকে সতেজ ও চকচকে রাখতে বোলাররা লালা ব্যবহার করেন। রিভার্স সুইংয়েও মিলে বাড়তি সুবিধা। করোনাকাল থেকে বলে লালা ব্যবহার নিষিদ্ধ করা হয়। আইপিএলে তা নিষিদ্ধ ছিলো। তবে এবারের আইপিএল থেকে সেই নিধেষাজ্ঞা উঠে যাচ্ছে। বোলাররা লালা ব্যবহার করতে পারবেন।
বিসিসিআই জানিয়েছে, রাতের ম্যাচের দ্বিতীয় ইনিংসের একাদশতম ওভার থেকে নতুন বল ব্যবহার করা যাবে। নতুন এই নিয়ম শুরু হতে যাওয়া আইপিএলে কার্যকর হবে। মুম্বাইয়ের ক্রিকেট সেন্টারে বৃহস্পতিবার আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর অধিনায়ক ও ম্যানেজারদের সঙ্গে আলোচনায় বসে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এসব সিদ্ধান্ত নিয়েছে।
ক্রিকবাজ এক প্রতিবেদনে জানিয়েছে, আইপিএলে রাতের ম্যাচের দ্বিতীয় ইনিংসের একাদশ ওভারের পর আরেকটি বল ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। শিশিরের কারণে দ্বিতীয় ইনিংসের বল ক্ষতিগ্রস্ত হয়। সেই চিন্তা থেকেই এমন সিদ্ধান্ত। দ্বিতীয় ইনিংসের একাদশ ওভারের পর আম্পায়াররা বল পরীক্ষা করবেন। যদি অত্যধিক শিশির থাকে, তাহলেই কেবল বোলিং করা দল নতুন বল ব্যবহারের অনুমতি পাবে। পরিবর্তিত সেই নতুন বল একেবারে নতুন চকচকে হবে না।
বিসিসিআই জানিয়েছে, উচ্চতার ‘নো’ বল ও অফ স্টাম্পের বাইরের ওয়াইড বলে ডিআরএস (ডিসিশন রিভিউ সিস্টেম) নেওয়া হলে হক-আই এবং বল ট্র্যাকিং প্রযুক্তি ব্যবহার করা হবে। শনিবার থেকে শুরু হওয়া আইপিএলের মৌসুম থেকেই কার্যকর হবে এমন নিয়ম।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০