স্পোর্টস ডেস্ক:: বিরাট কোহলি-রোহিত শর্মাদের ভারতীয় দলের জন্য নতুন নির্বাচক খুঁজছে দেশটির ক্রিকেট বোর্ড বিসিসিআই। নির্বাচক চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন বিসিসিআই।
ভারতীয় দলের প্রধান নির্বাক অজিত আগারকার। তার অধীনস্ত নির্বাচক প্যানেল খুব একটা খারাপ করছে না। এশিয়া কাপ জেতা ছাড়াও ঘরের মাঠে বিশ্বকাপের ফাইনাল খেলেছে। নতুন নির্বাচক চেয়ে বিজ্ঞপ্তি দিলেও আগের নির্বাচক প্যানেল ভেঙে দিচ্ছে না বিসিসিআাই। সংখ্যা বাড়ছে নির্বাচকদের।
ভারতীয় বোর্ডের আইন অনুয়ায়ী ৫ সদস্যের নির্বাচক প্যানেলে একেকটি অঞ্চল থেকে একেকজন নির্বাচক থাকবনে।উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম ও মধ্যাঞ্চল থেকে একজন করে নির্বাচক থাকার দরকার পড়লেও বর্তমানে পশ্চিমাঞ্চল থেকে দু’জন নির্বাচক আছেন। উত্তরাঞ্চল থেকে কোনো নির্বাচক নেই। মূলত উত্তরাঞ্চল থেকে নির্বাচক খুঁজতেই এমন বিজ্ঞপ্তি।
নির্বাচক হিসেবে কাজ করতে আগ্রহীকে ২৫ জানুয়ারির মধ্যে আবেদন করতে বলা হয়েছে। নির্বাচক হতে হলে সাতটি টেস্ট, ৩০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা থাকতে হবে অথবা ১০টি ওয়ানডে ও ২০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা।
বর্তমান নির্বাচক প্যানেলে পশ্চিমাঞ্চল থেকে আছেন দুইজন- আগারকার ও সলিল আনকোলা। পূর্বাঞ্চল থেকে আছেন শিভ সুন্দর দাস। দক্ষিণাঞ্চল থেকে আছেন শ্রীধরণ শরৎ এবং মধ্যাঞ্চল থেকে সুব্রত ব্যানার্জী। উত্তরাঞ্চল থেকে কেউ নেই।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post