স্পোর্টস ডেস্কঃ পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েই নাজাম শেঠি ঢেলে সাজান সবকিছু নতুন করে। বরখাস্ত করেন পাকিস্তান জাতীয় দলের প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিমকে। এরপর অন্তবর্তীকালীন নির্বাচক কমিটি নিয়োগ দেন। নিউজিল্যান্ড সিরিজে সেই কমিটির প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ দেওয়া হয় শহীদ আফ্রিদিকে।
এবার পূর্ণাঙ্গভাবে নতুন প্রধান নির্বাচক নিয়োগ দেওয়া হয়েছে। তিনি হলেন হারুন রশিদ। এর আগেও প্রধান নির্বাচকের দায়িত্বে ছিলেন তিনি। সাবেক এই ব্যাটার ২০১৫ ও ২০১৬ সালে প্রধান নির্বাচক হিসেবে কাজ করেন। ৬৯ বছর বয়সী হারুন ছাড়াও নির্বাচক প্যানেলে আরও দুই জনের নাম ঘোষণা করা হবে খুব শীঘ্রই।
পাকিস্তান জাতীয় দলের হয়ে ১৯৭৭ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত খেলেছেন রশিদ। এই সময়ে তিনি ২৩টি টেস্ট ম্যাচ ও ১২টি ওয়ানডে ম্যাচ। পরবর্তীতে পিসিবিতে ক্রিকেট অপারেশন্সের ডিরেক্টর ও টিম ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
সবশেষ নাজাম শেঠির নেতৃত্বাধীন ১৪ সদস্যের যে পিসিবি ম্যানেজম্যান্ট কমিটি নিয়োগ দেওয়া হয়, সেখানে ছিলেন হারুণ। তবে সেখান থেকে পদত্যাগ করেছেন। প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করবেন, সেজন্যই এই পদত্যাগ। আনুষ্ঠানিকভাবে এসব নিশ্চিত করেছেন পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post