নিজস্ব প্রতিবেদক:: ক্যালেন্ডারের পাতায় মুছে গেলো আরো একটি বছর। বিদায় ২০২৪। এবার ২০২৫ নিয়েই যাত্রা পৃথিবীর। নতুন বছরকে নানা আয়োজনে বিশ্বসায়ী বরণ করে নিয়েছে। ক্রিকেটের ক্যালেন্ডার থেকেও বিদায় নিয়েছে পুরনো বছর। চ্যাম্পিয়ন্স ট্রফিসহ নানা আয়োজনে মাতবে ক্রিকেট বিশ্ব।
নতুন বছরে বাংলাদেশের ক্রিকেটাররা ব্যস্ত আছেন বিপিএল নিয়ে। যদিও বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট শুরু হয়েছে বিদায়ী বছরের দুই দিনকে সঙ্গী করে। বিদায়ী বছরের ৩০ ও ৩১ ডিসেম্বর বিপিএলের চারটি ম্যাচ হয়েছে। বাকী পুরো টুর্নামেন্ট শেষ হবে নতুন বছরে।
বিপিএল শেষ হওয়ার পরই বাংলাদেশ দল আন্তর্জতিক ক্রিকেটে ব্যস্ত হয়ে পড়বে। নতুন বছরে একাধিক সিরিজ আছে টাইগারদের। ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত চলে যাবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এরপর মার্চেই জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ দিয়ে শুরু হবে টাইগাদের দ্বি-পাক্ষিক লড়াই।
এক নজড়ে দেখে নিন টাইগারদের নতুন বছরের সব সূচি;
চ্যাম্পিয়ন্স ট্রফি: ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। যা শেষ হবে ৯ মার্চ। পাকিস্তান ও সংযুক্ত আরব-আমিরাতে অনুষ্টিত হতে যাওয়া আট দলের এই টুর্নামেন্টে বাংলাদেশ খেলবে দ্বিতীয় দিন থেকেই। বাংলাদেশের গ্রুপে আছে ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড।
জিম্বাবুয়ে সিরিজ:: নতুন বছরের মার্চে ঘরের মাঠে জিম্বাবুয়েকে আমন্ত্রণ জানাবে বাংলাদেশ দল। সিরিজটি হবে মার্চে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখনো বিস্তারিত সূচি প্রকাশ করেনি। সফরে জিম্বাবুয়ে দল তিনটি ওয়ানডে ও তিনটি টি-২০ ম্যাচ খেলবে।
পাকিস্তান সফর:: ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজ শেষ করে বাংলাদেশ দল পাকিস্তান সফরে যাবে। মে মাসে টাইগাররা যাবে পাকিস্তানে। সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-২০ ম্যাচ খেলবে বাংলাদেশ দল। পাকিস্তান ক্রিকেট বোর্ড সূচি তৈরি করেনি এখনো।
শ্রীলঙ্কা সফর:: পাকিস্তান থেকে ফিরে বাংলাদেশ দল যাবে শ্রীলঙ্কা সফরে। জুনে অনুষ্টিত হবে টাইগারদের লঙ্কা সফর। পাকিস্তানে গিয়ে বাংলাদেশ দল পূর্ণাঙ্গ সিরিজ খেলবে। দুই ম্যাচের টেস্ট সিরিজের সাথে আছে তিন ম্যাচের ওয়ানে ও তিন ম্যাচের টি-২০ সিরিজ।
ভারত সিরিজ:: পাকিস্তান থেকে ফিরেই বাংলাদেশ দল ব্যস্ত হয়ে পড়বে ভারত সিরিজে। আগামি আগস্টে ভারত দল আসবে বাংলাদেশে। ভারতীয় দল তিনটি ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে স্বাগতিক টাইগাদের বিপক্ষে।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজ:: ভারত সিরিজ শেষ হতেই শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রস্তুুতি। ভারত ফিরে যাওয়ার পরই অক্টোবরে বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচের ওয়ানডে ও টি-০ সিরিজ খেলবে ক্যারিবিয়ানরা। অক্টোবরে সিরিজটি আয়োজন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
আয়ারল্যান্ড সিরিজ:: ক্যারিবিয়ানদের বিদায় করে বিসিবি ব্যস্ত হবে আইরিশদের বরণে। আগামি নভেম্বরে বাংলাদেশ সফরে আসবে আয়ারল্যান্ড। পুর্ণাঙ্গ সিরিজ খেলবে দুই দল। দুই ম্যাচের টেস্ট সিরিজের পাশাপাশি সফরে তিনটি করে ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ-আয়ারল্যান্ড।
বাংলাদেশ নারী দলেরও ব্যস্ততা আছে নতুন বছরে। চলতি মাসেই বাংলাদেশ নারী দল ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে। এই সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-২০ ম্যাচ খেলবে দুই দল।
সেপ্টেম্বর-অক্টোবরে আছে নারীদের আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। তার আগে বাংলাদেশ দল বাছাই পর্ব খেলবে। বাছাইয়ের বাঁধা উতরালে খেলবে বিশ্বকাপে। বছরের শেষ দিকে ভারত সফরে যাবে বাংলাদেশ দল। ডিসেম্বরে ভারতে গিয়ে স্বাগতিক নারী দলের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-২০ ম্যাচ খেলবে টাইগ্রেসরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০