স্পোর্টস ডেস্কঃ পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অন্তবর্তীকালীন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন নাজাম শেঠি। সেই অন্তবর্তীকালীন মেয়াদ শেষ হচ্ছে ২১ জুন, বুধবার। নতুন করে আবারও নাজাম শেঠিরই পিসিবি চেয়ারম্যানের দায়িত্বে আসার গুঞ্জন চলছিল।
তবে খোদ নাজাম শেঠি সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। জানিয়েছেন, নতুন মেয়াদে তিনি পিসিবি প্রধান থাকছেন না। এই পদে মেয়াদ শেষ হওয়ার পর দায়িত্ব ছেড়ে দিবেন তিনি। এক টুইটার বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজাম শেঠি।
মূলত পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান আসিফ আলী নিজের পছন্দের ব্যক্তিকে পিসিবির চেয়ারম্যান করতে চান। যার জন্য, তার সাথে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ও পিসিবির প্রধান পৃষ্ঠপোষক শাহবাজ শরিফের সঙ্গে দ্বন্দ্ব চলছে। শাহবাজ শরিফ আবার নাজাম শেঠিকেই চান। তবে সরকারের দুই পক্ষের এই দ্বন্দ্বের মাঝে নিজেকে রাখতে চান না নাজাম শেঠি।
এই প্রসঙ্গে টুইট বার্তায় নাজাম শেঠি লেখেন, ‘সবাইকে সালাম। আমি আসিফ জারদারি এবং শাহবাজ শরিফের মধ্যে বিবাদের কারণ হতে চাই না। এই ধরণের অস্থিরতা ও অনিশ্চয়তা পিসিবির জন্য ভালো না। এই পরিস্থিতিতে আমি পিসিবির চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী নই।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post